চট্টলা মর্নিং:
কর্ণফুলী থানা পুলিশ কর্তৃক ২৬ টি গ্রেফতারী পরোয়ানার পলাতক আসামী গ্রেফতার ০১ তামিল পরোয়ানা সাজা ১২টি(কর্ণফুলী ৬টি,কোতোয়ালী ৪টি,চান্দগাঁও ১টি,পটিয়া ১টি) এবং সিআর পরোয়ানা তামিল -১৪টি(কর্ণফুলী ১১টি, চকবাজার ১টি,বায়েজীদ ২টি) সাজার পরিমাণ ৬ বছর ১০ মাস কারাদণ্ড।অর্থদণ্ড ৩ কোটি ২৭ লাখ ৪৫ হাজার টাকা।বুধবার (৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ওসি কর্ণফুলী।
বুধবার (৬ নভেম্বর) উপ-পুলিশ কমিশনার(বন্দর) শাকিলা সোলতানা দিক নির্দেশনায়, শেখ-শরীফ উজ জামান, অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার(বন্দর) তত্ত্বাবধানে, আরিফ হোসেন, সহকারী পুলিশ কমিশনার, (কর্ণফুলী জোন) এর নেতৃত্বে, মোহাম্মহ জহির হোসেন, পিপিএম(বার) অফিসার ইনর্চাজ ও সঙ্গীয় অফিসার এসআই(নিঃ) মোঃমিজানুর রহমান ও এএসআই সোহেল রানা,এই আসামিকে গ্রেপ্তারে একাধিক পুলিশ কর্মকর্তা কাজ করেছিলেন বলেন জানান তারা।সর্বশেষ ২৩৪ এসএস মার্কেট,খাতুনগঞ্জ,কোতোয়ালীকে বন্দরথানাধীন পোর্ট কলোনী এলাকা হতে গ্রেফতার করা হয়।
কং/নুরুল হুদা অনন্তসহ বন্দর থানাধীন পোর্ট কলোনী এলাকা হতে আসামী মোহাম্মদ ইলিয়াছ (৪৮) পিতা -মোঃ মনিরুজ্জামান সাং -শাহমীরপুর, আব্দুল ছমদ মিস্ত্রীর বাড়ী,বড় উঠান ইউপি,থানা-কর্ণফুলী,জেলা -চট্টগ্রাম।বাসা নং -৪৬,গ্রীণ ভ্যালী হাউজিং সোসাইটি,রোড় নং ১,থানা-বায়েজীদ বোস্তামী।গরীবুল্লাহ শাহ হাউজিং সোসাইটি,থানা-খুলশী জেলা -চট্টগ্রাম।
আসামীর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরী ও চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় মোট ২৬ টি গ্রেফতারী পরোয়ানা তামিলের জন্য মুলতবী ছিল।তন্মধ্যে কর্ণফুলী থানায় সাজা পরোয়ানা ০৬ টি এবং সিআর পরোয়ানা -১১টি, কতোয়ালী থানায় সাজা পরোয়ানা -০৪ টি, চান্দগাঁও থানায় -০১ টি,পটিয়া থানায় সাজা পরোয়ানা -০১টি,বায়েজিদ থানায় সিএর পরোয়ানা -০২ টি,চকবাজার থানায় সিআর পরোয়ানা -০১টি রয়েছে।কয়েকটি সাজা পরোয়ানায় সাজার পরিমাণ উল্লেখমতে সাজার পরিমাণ ০৬ বছর ১০ মাস এবং অর্থদন্ড ৩,২৭,৪৫,০০০টাকা। সিআর ১২৬১/১৪ ধারা-এনআই এ্যাক্ট ১৩৮ সাজার পরিমাণ উল্লেখ নাই। সিআর -২৬৩/১৯ ধারা-এনআই এ্যাক্ট ১৩৮। সাজার পরিমাণ -কারাদন্ড ০১বছর ও অর্থ দন্ড ৯৯,৪৫,০০০টাকা সিআর -২৬২/১৯ ধারা -এন আই এ্যাক্ট ১৩৮। সাজার পরিমাণ কারাদন্ড ০১ বছর সিআর -৩০৯/১৪ সাজার পরিমান কারাদন্ড ০৩ মাস। সিআর ২৬৪/১৯ সাজার পরিমাণ কারাদন্ড ০৭ মাস ও অর্থদন্ড ৬৬,০০,০০০টাকা সিআর ৩৪৬/১৯ সাজার পরিমাণ কারাদন্ড ০১ বছর ও অর্থদন্ড ৯২,০০,০০০টাকা ৭।সিআর ২১৯৩/১০ সাজার পরিমাণ কারাদন্ড ০১ বছর ও অর্থদন্ড চেকের সমপরিমাণ। সিআর ১০৬/১৪ সাজার পরিমাণ কারাদন্ড ০১ বছর সিআর ৫৭/১৮ সাজার পরিমান কারাদন্ড ০১ বছর ও অর্থদন্ড ৩৫,০০,০০০টাকা অর্থ ৭০/২২ সাজার পরিমাণ ০৫ মাস সিআর ১৯০০/১৫ সাজার পরিমান উল্লেখ নাই।
Leave a Reply