সুস্থ দেহে বেঁচে থাকার আকুতি নিয়ে বেশ কয় এক বছর ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত মেহেদী হাসান রাকিব এর মানবিক সাহায্যের আবেদন।
কান্নায় ভেঙ্গে পরে রাকিব বলেন, “আমি বাঁচতে চাই! আমার চিকিৎসার জন্য বৃত্তবানদের নিকট আর্থিক সহযোগিতা চাই। ”
বেশ কয় এক বছর ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত মেহেদী হাসান রাকিব। পারিবারিক জীবনে তার ফ্যামিলিতে মা বাবা কেউ নাই। চট্টগ্রামের হালিশহর বিডিআর মাঠের পাশে তার ছোট বোন এর সাথে থাকেন। পরিবারে শুধু তারা দুই ভাইবোন ছাড়া আর কেউ নেই।এমতবস্থায় তার চিকিৎসা ব্যয়ভার বহন করতে অক্ষম। তাই সমাজের বৃত্তবানদের প্রতি মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি ও তার ছোট বোন এবং বন্ধুরা।
মেহেদী হাসান রাকিব এর পার্শ্বেবর্তী ইরফান বলেন,“লিভার ক্যান্সারে আক্রান্ত মেহেদী মোটামুটি চিকিৎসা ঢাকায় “ডেলটা হাসপাতালে” নিয়েছে। আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসা চালিয়ে নেয়া সম্ভব হচ্ছে না, মেহেদী হাসান রাকিব এর।আপনারা যারা সমাজে বৃত্তবান তারা এই অসুস্থ মানুষটির জন্য মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিন।মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য!সবার কাছে হাত জোর করে সুস্থ দেহে ফিরতে চাই আমাদের রাকিব।রাকিবের জন্য আমি দুই হাত আপনাদের কাছে দিয়েছি,মানবিক সাহায্যে চাই।বাবা মা হারা অসুস্থ রাকিব বাঁচতে চায় আপনাদের সাহায্যে নিয়ে।”
মানবিক সাহায্য পাঠাতে নিচে দেয়া রুগীর ব্যক্তিগত বিকাশ নাম্বার টিতে যোগাযোগ করে, সাহায্য পাঠাতে পারেন-রাকিবের বিকাশ নাম্বার (01643879590)
Leave a Reply