ইমরান:
আগামী দুই মাসের মধ্যে চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে ট্রেন চালু হবে (কমিউটার ট্রেন) বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। পুরোনো কালুরঘাট সেতু মেরামত করা হচ্ছে, মার্চের মাঝামাঝিতে এ সেতুতে যান চলাচল শুরু হবে বলে জানান মন্ত্রী। দুপুরে চট্টগ্রাম নগরে রেলওয়ের ভিআইপি রেস্টহাউসের সম্মেলনকক্ষে কালুরঘাটে নতুন সেতুর বিষয়ে এ তথ্য জানান রেলমন্ত্রী।এর আগে সকালে রেলওয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি।দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম রেলওয়ের পূর্বাঞ্চলের সদর দপ্তরে আসেন তিনি।
রেস্টহাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেন, ‘কালুরঘাট নতুন সেতু হতে চার পাঁচ বছর সময় লাগবে। এটার সমীক্ষা শেষ। কোরিয়ান অর্থায়নে কালুরঘাট সেতু নির্মাণ করা হবে। কালুরঘাটের মতো ব্রিজ একটা নির্মাণ করতে তো সময় লাগবে। চার-পাঁচ বছরের মধ্যে ইনশা আল্লাহ চালু হয়ে যাবে।’
চট্টগ্রামের কালুরঘাটে নতুন সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। স্থানীয় সংসদ সদস্যরাও এই সেতু নির্মাণের দাবিতে সোচ্চার ছিলেন। এর আগে দুই দফা নকশা প্রণয়ন করা হলেও উচ্চতা জটিলতা ও নকশা জটিলতার কারণে চূড়ান্ত হয়নি। ঢাকা-কক্সবাজার রেললাইন চালুর পর নতুন সেতু নির্মাণের দাবি আরও জোরালো হয়েছে।
চট্টগ্রামের কর্ণফুলী নদীর ওপর ১৯৩১ সালে নির্মিত হয় কালুরঘাট রেলসেতু। ১৯৬২ সালে যান চলাচল শুরু হয়। এর আগে দুবার সংস্কার করা হয়েছিল। কালুরঘাট রেল সেতুর বয়স এখন ৯৩ বছর। ৬৩৮ মিটার দীর্ঘ এই সেতুতে ট্রেনের গতি ছিল সর্বোচ্চ ১০ কিলোমিটার। কক্সবাজারগামী ট্রেন চলাচলের জন্য সেতুটিতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। মূল কাজ শেষ হলেও সব কাজ এখনো শেষ হয়নি। সংস্কারকাজের জন্য গত বছরের জুনে ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের সঙ্গে ৪৩ কোটি টাকার চুক্তি হয়। গত বছরের আগস্টে কাজ শুরু হয়। চুক্তির মেয়াদ শেষ হবে আগামী মার্চে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়,
মদিনা মনোয়ারা প্লাজা,৩য় তলা শাহ আমানত সংলগ্ন রোড়
বাকলিয়া চট্টগ্রাম
ইমেইল- news@chattalamorning.com
এটি চট্টলা মর্নিং এর ইপেপার সংস্করণ