মিজানুর রহমান
চট্টগ্রাম জেলা। চট্টগ্রামের কর্ণফুলীতে হৃদরোগে আক্রান্ত হয়ে বিয়ের মাত্র ২০ দিনের মাথায় মো. ইমন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি…রাজিউন)। শুক্রবার (১৫ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর তিনদিন আগে জ্বর সর্দি নিয়ে সে হাসপাতালে ভর্তি হলেও আজ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বলে জানিয়েছে তার পরিবার। নববিবাহিত মো. ইমন শিকলবাহা (২ নম্বর ওয়ার্ড) কোদাইল্ল্যা পাড়া গ্রামের শেখ আহমেদের ছেলে। পেশায় সে একজন সিএনজি অটোরিকশা চালক। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম। স্থানীয়রা জানান, মৃত ইমনের গত ২০ দিন আগে পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হয়। তার বিয়েতে আমরা গেয়েছি। খোদাতায়ালা তাকে তার মৃত্যু কবুল করেছেন তাই চিরবিদায় নিয়ে আমাদের মাঝ থেকে চলে গেছে। ইমনের এমন মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শুক্রবার বাদ এশা তারাবি নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়,
২নং গেইট টেকনিক্যাল মোড়।
ইমেইল- news@chattalamorning.com
এটি চট্টলা মর্নিং এর ইপেপার সংস্করণ