এবাদুল হক:
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কী ভুলিতে পারি... একুশে ফেব্রুয়ারি মানেই বাঙালির আবেগ, ভালোবাসা, দুর্বলতা। পৃথিবীতে শুধু মাত্র বাঙালি জাতিই তাদের ভাষার জন্য যুদ্ধ করেছে, জীবন দিয়েছে। এজন্যই এই দিনটি বিশ্বব্যাপী উদযাপন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। তারই ধারাবাহিকতায়, লাল সবুজ সোসাইটির চট্টগ্রাম জেলার সিনিয়র সদস্য মোঃ আসাদুজ্জামান ও ফারহা তাবাসসুমের নেতৃত্বে। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে। চট্টগ্রামের প্রাণকেন্দ্র চকবাজারে অবস্হিত প্যারেড মাঠ, চট্টগ্রাম কলেজের শহিদ মিনারে প্রভাতফেরি ও পুষ্প অর্পণের আয়োজন করা হয়। পুষ্প অর্পণের পর তারা সকলে পথ শিশুদের সাথে সময় কাটায় ও তাদের সাথে বাংলা ভাষা ও এর ইতিহাস নিয়ে কথা বলে তাদের বাংলা ভাষা সম্পর্কে আরো সচেতন করে। এই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করে,লাল সবুজ সোসাইটির চট্টগ্রাম জেলার সদস্য, আল-আমীন, আবু রায়হান, রেজওয়ান করিম,কায়েছ হক নোমান,মোঃ ফউজুল আজিম,জাহেদ হোসেন রিমন,মোঃ মাহমুদুল মোহাম্মদ উসমান গনি,জেসমিন আয়াত, রকিবুল হোসেন রাকিব,ফারহান খান আফ্রিদি ও রাজু দাস প্রমুখ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়,
২নং গেইট টেকনিক্যাল মোড়।
ইমেইল- news@chattalamorning.com
এটি চট্টলা মর্নিং এর ইপেপার সংস্করণ