চট্টগ্রাম প্রতিনিধিঃ
চটগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের কৃতিসন্তান মেহের আটি গ্রামের ফিরোজা-রউফ ফাউন্ডেশন প্রতিষ্টাতা ও চেয়ারম্যান,ঐতির্য্যবাহী নুর উদ্দিন শাহ্ (রঃ) দাখিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি,
বিশিষ্ট সমাজসেবক,অসম্প্রদায়িক চেতনার ধারক,
শিক্ষানুরাগী,শিল্পপতি আলহাজ্ব জামাল ছাওার মিয়া এক ফোনালাপ সূত্রে জাতি-ধর্ম নির্বিশেষে পটিয়া বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।তিনি ঈদের এ শুভেচ্ছা বার্তায় বলেছেন,ঈদুল ফিতর সাম্য মৈত্রী,ঐক্য এবং ইসলামী ভ্রাতৃত্ববোধ শিক্ষা দেয়।মহান আল্লাহর অনুকম্পা,ক্ষমা,অনুগ্রহ ও নৈকট্য লাভের লক্ষ্যে ঈদুল ফিতর বিশ্ব মুসলিমের জন্য এক অনন্যা উৎসব।বলা হয়ে থাকে,এটি মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব।ঈদ শুধু আনন্দ উৎসবই নয়;এটি আমাদের শান্তি,সহমর্মিতা,ভ্রাতৃত্ববোধ ও ত্যাগের শিক্ষা দেয়।পরস্পরের মধ্যে আনন্দ ও দু:খ ভাগাভাগি করার মাধ্যমে ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হই।
হিংসা,বিদ্দেশ ও হানাহানি ভূলে মানুষ একে অপরের ভালবাসায় আবদ্ধ হই।ঈদ ধনী-গরীব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে।ঈদের আনন্দ সকল শ্রেনী-পেশার মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক।সবার জীবন সভ্য,সুন্দর ও সৌন্দর্যমন্ডিত হোক।হাসি-খুশী ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উটুক।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়,
২নং গেইট টেকনিক্যাল মোড়।
ইমেইল- news@chattalamorning.com
এটি চট্টলা মর্নিং এর ইপেপার সংস্করণ