রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদাবাজি বন্ধের দাবিতে চট্টলা পরিবহন চালকদের সড়ক অবরোধ চট্টলা পরিবহনের মানিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করায় বাদীকে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা  জমকালো আয়োজনের মধ্য দিয়ে সুরেশ্বর সংগীত একাডেমীর ১ম বর্ষপূর্তি উদযাপন ‘এবার টার্গেটে সাংবাদিকদের সন্তানেরা’ চট্টগ্রামের মানববন্ধনে কঠোর ব্যবস্থা নিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম লন্ডনে কানেক্ট বাংলাদেশ এর উদ্যোগে ৫৩তম বিজয় দিবস উদযাপন।   দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগরী জামায়াতের শুভেচ্ছা বাকলিয়ায় যুবদল নেতা জাফরের উপর হামলা, তীব্র নিন্দায় প্রতিবাদ মিছিল লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে  মহান বিজয় দিবস উদযাপিত সন্ত্রাসী-চাঁদাবাজদের কোন দল-মত-ধর্ম নেই: মেয়র ডা. শাহাদাত
নোটিশ
চট্টলা মর্নিং নিউজে আপনাকে স্বাগতম, আমাদের পরীক্ষামূলক সম্প্রচার চলছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

আম, লিচু, আর আনারস দিয়ে দিয়ে সাজানো হলো বরের গাড়ি

মর্নিং প্রতিবেদক:
  • প্রকাশিত : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১৯৬ জন পড়েছেন

 

 

ফুল আর লতাপাতা দিয়ে নয় এবার বরের গাড়ি সাজানো হল মৌসুমী ফলমূল দিয়ে।

৭ জুন (শুক্রবার) এমন একটি সাজের গাড়ি দেখা গেল ফটিকছড়ির নাজিরহাটে। বিয়ে মানেই একটা সাজ সাজ রব। এরমধ্যে অন্যতম আকর্ষণ হলো বরের গাড়ির সাজ।

সচরাচর এই বরের গাড়ি সাজানো হয় ফুল দিয়ে। তবে এবার সেই গড়ির সাজে দেখা গেছে ভিন্নতা। বিভিন্ন ফলমূল দিয়ে সাজানো হয়েছে বরের গাড়ি।

লিচু, আম, আনারসহ বিভিন্ন ফলমূল দিয়ে বরের গাড়ি সাজাল ফটিকছড়ির নাজিরহাটের নুর কলি ইভেন্ট’র স্বত্তাধিকারী মোহাম্মদ আলাউদ্দিন।

ফলমূল দিয়ে সাজানো গাড়িটি দেখতে ভিড় জমে উৎসুক জনতার।

সরেজিমিনে দেখা যায়, গাড়িটি লিচু, আম, আনারস দিয়ে সাজাচ্ছেন। উৎসুক জনতা ভিড় করছেন গাড়িটি দেখতে এবং নানা উক্তি ছুঁড়ছেন।

প্রত্যক্ষদর্শী সুজন বলেন, ‘কালে কালে আরো কত কি দেখব। এরকম গাড়ির সাজ আর কখনো দেখিনি।’ চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার গুল মোহাম্মদ তালুকদার বাড়ির জনৈক মরহুম ফোরক আহমদের পুত্র মোহাম্মদ মামুন এমন সাজের গাড়ি নিয়ে বউ আনতে যাবেন।

এই ভিন্ন সাজ সম্পর্কে বর মামুন বলেন, বড় ভাইয়ের ইচ্ছায় এমন সাজে গাড়িটি সাজানো হল। বর মামুনের বড় ভাই মোহাম্মদ তসলিম বলেন, ছোট ভাইয়ের বিয়ের গাড়ি ভিন্ন স্টাইলে সাজানোর ইচ্ছে ছিল। ভেবে দেখলাম ফলমূল দিয়ে সাজানোটা হবে ভিন্নতা। তাই এ সাজে সাজাতে বললাম গাড়িটি।

নুর কলি ইভেন্ট’র স্বত্তাধিকারী মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘সাধারণত বরের গাড়ি দেখলে ছোট ছেলে-মেয়েরা ছুটে এসে ফুল ছিড়ে ফেলে। তাদের খুশি রাখার জন্য আগে বিভিন্ন খাবারের প্যাকেট দিয়ে এরকম করে গাড়ি সাজিয়েছি। এবার সাজিয়েছি ফলমূল দিয়ে। আমার চাওয়া ও বরের বড় ভাইয়ের চাওয়ার মিল ঘটিয়ে এ সাজ। অল্পতে ভাইরাল এবং সবার মুখে মুখে থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
চট্টলা মর্নিং এর সকল স্বত্ব © ২০২৩-২০২৪ সংরক্ষিত
কারিগরি সহযোগিতায় ইনো. আইটি বাজার