ফুল আর লতাপাতা দিয়ে নয় এবার বরের গাড়ি সাজানো হল মৌসুমী ফলমূল দিয়ে।
৭ জুন (শুক্রবার) এমন একটি সাজের গাড়ি দেখা গেল ফটিকছড়ির নাজিরহাটে। বিয়ে মানেই একটা সাজ সাজ রব। এরমধ্যে অন্যতম আকর্ষণ হলো বরের গাড়ির সাজ।
সচরাচর এই বরের গাড়ি সাজানো হয় ফুল দিয়ে। তবে এবার সেই গড়ির সাজে দেখা গেছে ভিন্নতা। বিভিন্ন ফলমূল দিয়ে সাজানো হয়েছে বরের গাড়ি।
লিচু, আম, আনারসহ বিভিন্ন ফলমূল দিয়ে বরের গাড়ি সাজাল ফটিকছড়ির নাজিরহাটের নুর কলি ইভেন্ট’র স্বত্তাধিকারী মোহাম্মদ আলাউদ্দিন।
ফলমূল দিয়ে সাজানো গাড়িটি দেখতে ভিড় জমে উৎসুক জনতার।
সরেজিমিনে দেখা যায়, গাড়িটি লিচু, আম, আনারস দিয়ে সাজাচ্ছেন। উৎসুক জনতা ভিড় করছেন গাড়িটি দেখতে এবং নানা উক্তি ছুঁড়ছেন।
প্রত্যক্ষদর্শী সুজন বলেন, ‘কালে কালে আরো কত কি দেখব। এরকম গাড়ির সাজ আর কখনো দেখিনি।’ চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার গুল মোহাম্মদ তালুকদার বাড়ির জনৈক মরহুম ফোরক আহমদের পুত্র মোহাম্মদ মামুন এমন সাজের গাড়ি নিয়ে বউ আনতে যাবেন।
এই ভিন্ন সাজ সম্পর্কে বর মামুন বলেন, বড় ভাইয়ের ইচ্ছায় এমন সাজে গাড়িটি সাজানো হল। বর মামুনের বড় ভাই মোহাম্মদ তসলিম বলেন, ছোট ভাইয়ের বিয়ের গাড়ি ভিন্ন স্টাইলে সাজানোর ইচ্ছে ছিল। ভেবে দেখলাম ফলমূল দিয়ে সাজানোটা হবে ভিন্নতা। তাই এ সাজে সাজাতে বললাম গাড়িটি।
নুর কলি ইভেন্ট’র স্বত্তাধিকারী মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘সাধারণত বরের গাড়ি দেখলে ছোট ছেলে-মেয়েরা ছুটে এসে ফুল ছিড়ে ফেলে। তাদের খুশি রাখার জন্য আগে বিভিন্ন খাবারের প্যাকেট দিয়ে এরকম করে গাড়ি সাজিয়েছি। এবার সাজিয়েছি ফলমূল দিয়ে। আমার চাওয়া ও বরের বড় ভাইয়ের চাওয়ার মিল ঘটিয়ে এ সাজ। অল্পতে ভাইরাল এবং সবার মুখে মুখে থাকবে।
Leave a Reply