সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতারক আব্দুল বাতেনের কবল থেকে নিঃস্ব ওয়াহিদ ইলেকট্রিশিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে রক্ষায় প্রশাসক নিয়োগের দাবিতে মানববন্ধন থানচিতে এলজিইডির সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম, নিম্নমানের সামগ্রী ব্যবহারে ক্ষোভ সাইকেল চালিয়ে ২৫০০ ফুট উঁচু ডিম পাহাড় জয় দুই তরুণের সরকার পতনের পর চট্টগ্রামে মাদকের রাজত্ব! চট্টগ্রামে ‘মব জাস্টিস’ বিতর্ক: সুপারশপে লুটপাট, কর্মচারীদের মারধর, প্রশ্নের মুখে আইনি শাসন চট্টগ্রাম মেডিকেল ঘিরে ফের সক্রিয় এম্বুলেন্স সিন্ডিকেট 🛑 চাক্তাইয়ের ছায়ামানব: ইসলামি ছদ্মবেশে গড়ে উঠেছে কালো টাকার সাম্রাজ্য চট্টগ্রামে ভুতুড়ে ফ্ল্যাটে অবৈধ অপারেশন থিয়েটার সুদ-জুয়ার টাকায় রাজনৈতিক পালাবদলের নাটক মঞ্চস্থ করছেন চট্টগ্রামের মিন্টু আহমেদ কালোজিরা: প্রাকৃতিক স্বাস্থ্যরক্ষায় এক নির্ভরযোগ্য বীজ
নোটিশ
চট্টলা মর্নিং নিউজে আপনাকে স্বাগতম, আমাদের পরীক্ষামূলক সম্প্রচার চলছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

আবদুল জব্বার বলী খেলার ১১৫ তম আসর বসছে আগামীকাল

মর্নিং প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ২৪০ জন পড়েছেন

আবদুল জব্বার বলী খেলার ১১৫ তম আসর বসছে আগামীকাল । এরই মধ্যে এই বলী খেলাকে ঘিরে চট্টগ্রামে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ। আর সে উৎসবকে আরো বাড়িয়ে দিতে গতকাল মঙ্গলবার বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। রং বেরঙের ব্যানার ফেস্টুনে সাজানো গাড়ি নিয়ে র‌্যালীটি বলী খেলার স্থান লালদীঘি মাঠ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় লালদীঘি মাঠে এসে শেষ হয়। লালদীঘি মাঠে প্রধান অতিথি হিসেবে র‌্যালীর উদ্বোধন করেন এবারের বলী খেলার স্পন্সর এনএইচটি হোল্ডিংস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসীর। র‌্যালীর উদ্বোধণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবদুল জব্বার স্মৃতি বলী খেলার সভাপতি ও আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, সহ সভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল, বলী খেলার কমিটি সদস্য সরোয়ার আলম চৌধুরী মনি, আকতার আনোয়ার চঞ্চল, সাহেদ মুরাদ সাকু, আলি হাসান রাজু সহ বলী খেলা কমিটি এবং স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। রং বেরঙের ব্যানার ফেস্টুনে সাজানো গাড়ি নিয়ে এই র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পুনরায় লালদীঘি মাঠে এসে শেষ হয়। র‌্যালী উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথি সৈয়দ মোহাম্মদ তানসীর বলেন জব্বারের বলী খেলা চট্টগ্রামের বিশাল একটি ঐতিহ্য। যেটি এখন বিশ্ব অঙ্গনে জায়গা করে নিয়েছে। এই আয়োজনের সাথে আমরা সম্পৃক্ত থাকতে পেরে নিজেদের গৌরবান্বিত মনে করছি। আশা করছি এই বলী খেলা আগের আসর গুলোর মত সফলতার সাথে সম্পন্ন হবে। এরই মধ্যে বলী খেলাকে কেন্দ্র করে লালদীঘি মাঠ এবং এর আশে পাশে বৈশাখী মেলা শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানা পন্যের জন্য বিখ্যাত এই জব্বারের বলী খেলা এবং বৈশাখী মেলা। সারা দেশের বলীরা যেমন এই বলী খেলার জন্য অপেক্ষা করে বসে থাকে তেমনি সারা দেশের ক্ষুদ্র এবং মাঝারী ব্যবসায়ীরা এই মেলার জন্য অপেক্ষা করে থাকে। আর শহরের গৃহীনিরাও যেন অপেক্ষায় থাকে এই মেলার জন্য। কারন এই মেলা থেকেই যে সারা বছরের ঘর গৃহস্থলীর নানা সামগ্রী ক্রয় করে থাকেন। তাই জব্বারের বলী খেলা শুধু যে বলী খেলার জন্য বিখ্যাত তা কিন্তু নয়। এটি গ্রাম বাংলার ঐতিহ্যের জণ্যও বিখ্যাত। আগামীকাল নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে বিপুল সংখ্যক বলী হাজির হবেন এই মাঠে তেমনটি আশা করছেন আয়োজকরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
চট্টলা মর্নিং এর সকল স্বত্ব © ২০২৩-২০২৪ সংরক্ষিত
কারিগরি সহযোগিতায় ইনো. আইটি বাজার