আনোয়ারা প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারায় পূর্ব শত্রুতার জের ধরে হাবিবুর রহমান নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত ১০ এপ্রিল রাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়ন এর দারুস সালাম নূরানী কোরআন তালীমুল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে রয়েছে।
এ ঘটনায় আহত হাবিবুর রহমানের স্ত্রী শামা নুর আকতার বাদী হয়ে আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলার আসামীরা হলেন- নাজিম উদ্দিন,মোহাম্মদ শাহেদ ,আইয়ুব আলী,নূর নাহার ও ইয়াসমিন আকতার ।৫ জন আসামীর মধ্যে আইয়ুব আলী নামে একজন আসামীকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে।
হাবিবুর রহমানের স্ত্রী শামা নুর আকতার বলেন,আমার স্বামী পেশায় একজন দিন মুজর। তিনি ঈদের আগের দিন বাড়ী আসার সময় রাতে দারুস সালাম নূরানী কোরআন তালীমুল মাদ্রাসার সামনে মসজিদের সামনে পূর্ব শত্রুতার জেরে দেশীয় অস্ত্র,কিরিচ,টুইট্যা দ্যা,ছুরি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করে মাটিতে ফেলে রাখা হয়,খবর পেয়ে আমি গিয়ে দেখি এই অবস্থা।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। আমি আমার স্বামীকে নিয়ে অনেক কস্টে আছি এ ঘটনার বিচার চাই আমি।’
হাবিবুর রহমান বলেন, আমি মসজিদের সামনে দিয়ে আমার বাড়ি ফিরছিলাম। এসময় আগে থেকে ওত পেতে থাকা নাজিম উদ্দিন,মোহাম্মদ শাহেদ ,আইয়ুব আলী,নূর নাহার ও ইয়াসমিন আকতার সহ ৭/৮ জন মিলে আমাকে এলোপাতাড়ি লোহার লড়,দেশীয় অস্ত্র,কিরিচ,টুইট্যা দ্যা,ছুরি কুপিয়েছে।আমি একজন গরীব মানুষ,কাজ করে ঈদের আগের দিন পরিবারের সাথে ঈদ কাটানোর জন্য বাড়ী আসার সময় আমার সাথে এই ঘটনা ঘটে। আমার কাছে টাকা ছিলো ৫০ হাজার সেটি নিয়ে পেলে তারা।এই ঘটনার পর থেকে হাসপাতালে পঙ্গু অবস্তায় অনেক কস্টে দিন কাটাচ্ছি।আমি আমার দেশের সরকারের কাছে এদের বিচার চাই।’
তবে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করেও পাওয়া যায়নি। তারা এলাকায় নেই, অনেকেই পালিয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহম্মদ জানান,একজন আসামীকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে । এ ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনা হবে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়,
২নং গেইট টেকনিক্যাল মোড়।
ইমেইল- news@chattalamorning.com
এটি চট্টলা মর্নিং এর ইপেপার সংস্করণ