চট্টলা মর্নিং:
৬-১১ মাস বয়সী শিশুদের ভিটামিন-এ অভাব জনিত রাতকানা রোগের প্রাদূর্ভাব এক শতাংশের নিচে কমিয়ে আনা এবং তা অব্যাহত রাখা এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্য নিয়ে বাকলিয়া বাস্তহারায় কর্ণফুলী ফুটন্ত ফুল একতা সংঘ ক্লাবে মঙ্গলবার শিশুকে ভিটামিন-এ প্লাস খাওয়ানো হয়।
সিভিল সার্জন জানান, ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করতে প্রতিটি জেলার ও থানায় কেন্দ্র স্থাপন করা হয়েছে। যেখানে সকাল ৮ টা থেকে এক যোগে ভিটামিন-এ প্লাস খাওয়ানো হচ্ছে।
৬-১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। পাশাপাশি শিশুর বয়স ৬ মাস পুর্ন হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরের তৈরি সুষম খাবার খাওয়ানোর জন্য উৎসাহিত করা হচ্ছে বলে জানান সিভিল সার্জন ।
এসময় উপস্থিত ছিলেন,কর্ণফুলী ফুটন্ত ফুল একতা সংঘ ক্লাবের সভাপতি রাসেল ইমন,মো:মিজান,তানভীর,আরফাত,রিয়াদ,নয়ন,জিসান,রাকিব,সহ আরোও অনেক।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়,
২নং গেইট টেকনিক্যাল মোড়।
ইমেইল- news@chattalamorning.com
এটি চট্টলা মর্নিং এর ইপেপার সংস্করণ