নিজস্ব প্রতিবেদক
পতিত ফ্যাসিস্ট হাসিনার আওয়ামী সন্ত্রাসী, চাঁদাবাজ ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর লালখান বাজার যুবদল।
শুক্রবার (২৫ অক্টোবর ) বিকেলে নগরের ওয়াসা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে হাইলেভেল রোড, বাঘঘোনা ও ইস্পাহানি মোড় প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, লালখান বাজারে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের স্থান নেই। তাদেরকে যেকোনো মূল্যে প্রতিহত করা হবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলেও স্বৈরাচারের দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে। তারা চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও নৈরাজ্যের দুঃসাহস দেখাচ্ছে।
প্রশাসনের নির্লিপ্ততায় আওয়ামী সন্ত্রাসীরা এ সুযোগ নিচ্ছে। এই সব সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা হলেও প্রশাসন তাদের গ্রেপ্তার করছে না।
আমাদের মনে রাখতে হবে, এই অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। যারা এদেশের ছাত্রজনতার উপর গণহত্যা চালিয়েছে তাদের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। অবিলম্বে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ সন্ত্রাসী ও আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।
লালখান বাজার যুবদল নেতা বাবর হোসাইন আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন যুবদল নেতা শফিউল আজম সোহেল, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ জাহাঙ্গীর ও মোঃ কাশেম। এ বিক্ষোভ সমাবেশ উপস্থিত ছিলেন মোঃ মুছা, বাবুল, জাকের হোসেন, মুন্না, মোঃ ইমরান, রাসেলসহ শতশত এলাকাবাসী ।
Leave a Reply