এবাদুল হক:
স্টাফ রিপোর্টার
চট্টগ্রামে গত ১১ ডিসেম্বর মোবাইল কোর্ট অভিযানে মধুবন সহ দুই প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।এরাই ধারাবাহিকতায় অভিযানের দ্বিতীয় দিনে (১২ ডিসেম্বর) পুনরায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুস সোবহানের নেতৃত্বে কালুরঘাট বিসিক শিল্প এলাকাধীন BSP Food Products Ltd কারখানায়।অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ, অননুমোদিত রংয়ের ব্যবহার, মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ও উৎপাদনকৃত পণ্য একত্রে সংরক্ষণ, অসম্পূর্ণ লেভেলিং ও মেয়াদে কারসাজিসহ নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট বিধানানুযায়ী দুই (২) লক্ষ টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।
এছাড়া মইজ্জারটেক, কর্ণফুলী এলাকাধীন নূর সুইটস এর কারখানায় অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদনে পোড়াতেলের ব্যবহার এবং মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর রাসায়নিক (হাইড্রোজ) ব্যবহার করে মিষ্টি জাতীয় খাবার উৎপাদনসহ নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় উক্ত প্রতিষ্ঠানকে ও সংশ্লিষ্ট বিধানানুযায়ী এক (১) লক্ষ টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুস সোবহান বলেন,
জনস্বার্থে মোবাইল কোর্ট অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply