চট্টলা মর্নিং প্রতিবেদক:
অটোটেম্পো মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রতিনিধি সভার আয়োজন করা হয়। এসময় বক্তরা বলেন নগরীতে পার্কিং ব্যবস্থা নিশ্চিত না করে সিএমপি ট্রাফিক পুলিশের নো-পার্কিং প্রতিবন্ধকতার মামলায় টু বানিজ্য বন্ধ, মেয়াদ থাকা সত্ত্বেও অটোটেম্পোর ফিটনেস-পারমিট নবায়নে বিআরটিএ কর্তক হয়রানি-দূর্নীতি বন্ধের দাবি।
চট্টগ্রাম ২৪ জানুয়ারি ২০২৪ ইং, বুধবার বিকাল ৩ টায় লালখান বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে চট্টগ্রাম মহানগর অটোটেম্পো মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো মহসিন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক দিলীপ সরকারের সষ্ণালনায় এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সদস্যসচি উজ্জ্বল বিশ্বাস, বিশেষ অথিতি ছিলেন চট্টগ্রাম অটোটেম্পো মালিক কল্যান সমিতির সভাপতি মো শামীম মিস্ত্রি, মো রফিক, বক্তব্য রাখেন মো নুর হোসেন নুরু, মো ফরহাদ খান, বাবলু বিশ্বাস, আব্দুল বারেক, মো আশরাফ, মো মেহেদী, মো সুমন, মো বাহার মিজি, জয়নাল কোম্পানি, মো শহিদ, মো মহিউদ্দিন প্রমুখ।
উত্ত প্রতিনিধি সভায় বক্তারা বলেন- চট্টগ্রাম নগরীতে পার্কিং ব্যাবস্থা নিশ্চিত না করে নো পার্কিং প্রতিবন্ধকতার মামলায় টু বানিজ্য বন্ধ, অটোটেম্পোর মেয়াদ থাকা সত্ত্বেও ফিটনেস নবায়নে বিআরটিএ কর্তৃপক্ষের হয়রানিমুলক দূর্নীতি বন্ধ, নো পার্কিং মামলার জরিমানা ঢাকার ন্যায় সর্বনিম্ন এক হাজার টাকা নির্দ্ধারন, কর্মকালীন সময়ে ট্রাফিক সার্জেন্ট কর্তৃক শারীরিক নির্যাতন বন্ধ করার দাবি জানান। সভায় সর্বসম্মতিক্রমে উল্লেখিত দাবিসহ যাত্রী সেবা দিতে গিয়ে চালক-মালিকদের সমস্যা সমূহ চিহ্নতকরনে ৫ সদস্য বিশিষ্ট দাবি নামা তৈরীকল্পে একটি সাফ কমিটি গঠন করা হয়।
Leave a Reply