আবুল হাসনাত মিনহাজ-চট্টগ্রাম
চট্টগ্রাম বাকলিয়া বাস্তহারা বহুমূখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে।সরেজমিন দেখা গেছে, ভোটারা লাইন ধরে সুশৃঙ্খলভাবে ভোট দিয়েছেন। ভোট প্রদানে তরুণদের মধ্যে উৎসাহ বেশি দেখা গেছে।ভোটাররা জানিয়েছেন,কোনো রকম সমস্যা হয়নি।সুন্দরভাবে পছন্দের প্রার্থীকে তারা ভোট দিতে পেরেছেন।সমিতির নির্বাচনী কর্মকর্তারা বলেন, এবারের নির্বাচনে ১২টি পদের বিপরীতে ২৩ প্রার্থী অংশগ্রহণ করেন।ভোটার ছিলেন ১ হাজার ৮৬ জন।সন্ধ্যায় দিকে এ ফলাফল ঘোষণা করা হয়।
এবারে নির্বাচনে সভাপতি পদে মো: ফারুক-আনারস প্রতীকে ৪২০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুল আলম তালুকদার চেয়ার প্রতীকে ৩৬৩ ভোট।সাধারণ সম্পাদক পদে সোহেল কুটুম মাছ প্রতীকে ৪৯১ ভোট পেয়ে জয়ী হয়েছেন।তাঁর প্রতিদ্বন্দ্বী কলস প্রতীক মোহাম্মদ নজরুল ইসলাম খান ২৮৫ ভোট।
সিনিয়র সহ-সভাপতি পদে নুরুল ইসলাম বাপ্পি, সহ-সাধারণ সম্পাদক পদে মো: আনিসুর রহমান,অর্থ সম্পাদক পদে মো: মনির হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো: আলাউদ্দীন,সাংগঠনিক সম্পাদক রনি দাশ,প্রচার সম্পাদক সাহাব-উদ্দীন,কার্যকরী সদস্য (১ম) রমিজ আহমদ,(২য়) আব্দুল্লাহ আল মোমেন,(৩য়) রন্টু দাশ (৪র্থ)মনছুরা বেগম জয়ী হয়েছেন।
সভাপতি পদে জয়ী মো: ফারুক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞ।ভোটাররা যে জন্য তাকে নির্বাচিত করেছেন তা রক্ষায় কাজ করবেন।সাধারণ সম্পাদক পদে জয়ী সোহেল কুটুম জানিয়েছেন, ভোটাররা তার প্রতি অভুতপূর্ভ ভালোবাসা দেখিয়েছেন।এ জন্য তিনি জয়ী হতে পেরেছেন। দলমত নির্বিশেষে সকলের কল্যাণের জন্য কাজ করবেন বলেও তিনি জানিয়েছেন।
Leave a Reply