শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম
প্রতারক আব্দুল বাতেনের কবল থেকে নিঃস্ব ওয়াহিদ ইলেকট্রিশিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে রক্ষায় প্রশাসক নিয়োগের দাবিতে মানববন্ধন থানচিতে এলজিইডির সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম, নিম্নমানের সামগ্রী ব্যবহারে ক্ষোভ সাইকেল চালিয়ে ২৫০০ ফুট উঁচু ডিম পাহাড় জয় দুই তরুণের সরকার পতনের পর চট্টগ্রামে মাদকের রাজত্ব! চট্টগ্রামে ‘মব জাস্টিস’ বিতর্ক: সুপারশপে লুটপাট, কর্মচারীদের মারধর, প্রশ্নের মুখে আইনি শাসন চট্টগ্রাম মেডিকেল ঘিরে ফের সক্রিয় এম্বুলেন্স সিন্ডিকেট 🛑 চাক্তাইয়ের ছায়ামানব: ইসলামি ছদ্মবেশে গড়ে উঠেছে কালো টাকার সাম্রাজ্য চট্টগ্রামে ভুতুড়ে ফ্ল্যাটে অবৈধ অপারেশন থিয়েটার সুদ-জুয়ার টাকায় রাজনৈতিক পালাবদলের নাটক মঞ্চস্থ করছেন চট্টগ্রামের মিন্টু আহমেদ কালোজিরা: প্রাকৃতিক স্বাস্থ্যরক্ষায় এক নির্ভরযোগ্য বীজ
নোটিশ
চট্টলা মর্নিং নিউজে আপনাকে স্বাগতম, আমাদের পরীক্ষামূলক সম্প্রচার চলছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

রাউজানে ককটেল বিস্ফোরণ এবং নাশকতা মামলার পলাতক আসামি নুরুল হুদা’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭

চট্টলা মর্নিং প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৯ জন পড়েছেন

চট্টলা মর্নিং প্রতিবেদক:

 

চট্টগ্রামের রাউজানে ককটেল বিস্ফোরণ এবং নাশকতা মামলার পলাতক আসামি চট্টগ্রাম উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুল হুদা’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধর্ষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার রাউজান থানার মামলা নং-২২/২১৫, তারিখ ৩১ অক্টোবর ২০২৩ ধারাঃ ১৪৩/৩৪১/৪২৭/৫০৬/১০৯ পেনাল কোড ১৮৬০ তৎসহ 1908 The Explosive Substance Act-3 এর পলাতক আসামি চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট মোড়স্থ হোটেল ওয়েল প্যালেসের সামনে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২১ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ আনুমানিক ২৩১০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা মামলার ৭নং এজাহার নামীয় আসামি মোঃ নুরুল হুদা’কে (৫০), পিতা- মৃত নজির আহম্মদ, সাং-লেলাংগারা, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে চট্টগ্রাম উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং অবরোধ কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে গত ৩১ অক্টোবর ২০২৩ তারিখ চট্টগ্রাম জেলার রাউজান এলাকায় যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, ভাংচুর, ককটেল বিস্ফোরণ এবং অগ্নি সংযোগসহ নাশকতা সৃষ্টি করে বলে জানায়।

উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনায় গ্রেফতারকৃত আসামি মোঃ নুরুল হুদা এর বিরুদ্ধে চট্টগ্রাম এর রাউজান থানায় এবং চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানায় সরকারী সম্পত্তির ক্ষতিসাধন, বেআইনি সমাবেশ, নাশকতা, হত্যাচেষ্টাসহ সর্বমোট ০২টি মামলা পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগ্রাম জেলার রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
চট্টলা মর্নিং এর সকল স্বত্ব © ২০২৩-২০২৪ সংরক্ষিত
কারিগরি সহযোগিতায় ইনো. আইটি বাজার