শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম
চাঁদাবাজি বন্ধের দাবিতে চট্টলা পরিবহন চালকদের সড়ক অবরোধ চট্টলা পরিবহনের মানিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করায় বাদীকে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা  জমকালো আয়োজনের মধ্য দিয়ে সুরেশ্বর সংগীত একাডেমীর ১ম বর্ষপূর্তি উদযাপন ‘এবার টার্গেটে সাংবাদিকদের সন্তানেরা’ চট্টগ্রামের মানববন্ধনে কঠোর ব্যবস্থা নিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম লন্ডনে কানেক্ট বাংলাদেশ এর উদ্যোগে ৫৩তম বিজয় দিবস উদযাপন।   দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগরী জামায়াতের শুভেচ্ছা বাকলিয়ায় যুবদল নেতা জাফরের উপর হামলা, তীব্র নিন্দায় প্রতিবাদ মিছিল লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে  মহান বিজয় দিবস উদযাপিত সন্ত্রাসী-চাঁদাবাজদের কোন দল-মত-ধর্ম নেই: মেয়র ডা. শাহাদাত
নোটিশ
চট্টলা মর্নিং নিউজে আপনাকে স্বাগতম, আমাদের পরীক্ষামূলক সম্প্রচার চলছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

পটিয়ায় ককটেল বিস্ফোরণ ও নাশকতা সৃষ্টির মূলহোতা ডামা বাদশা’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭,

চট্টলা মর্নিং প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৯ জন পড়েছেন

চট্টলা মর্নিং প্রতিবেদক:

 

চট্টগ্রামের পটিয়ায় ককটেল বিস্ফোরণ ও নাশকতা সৃষ্টির মূলহোতা চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ রবিউল হোসেন বাদশা ডামা বাদশা’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধর্ষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

ভুক্তভোগী ভিকটিক ফজলুল কাদের (৩৭) চট্টগ্রামের পটিয়া থানাধীন বিনানিহারা এলাকার বাসিন্দা এবং স্থানীয় ইউপি সদস্য। সে গত ১৮ ডিসেম্বর ২০২৩ইং সন্ধ্যা আনুমানিক ২০৩০ ঘটিকায় পারিবারিক কাজে শাহ মালেকিয়া দরবার শরীফ এলাকায় গমন করে। সেখানে চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে রাস্তায় অজ্ঞাতনামা ৫০/৬০ দুস্কৃতিকারীরা অবরোধ কর্মসূচী বাস্তবায়ন করার লক্ষ্যে জনমনে আতংক ও ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। উপস্থিত দুস্কৃতিকারীদের হাতে থাকা লাঠি-সোটা দিয়ে যানবাহন ভাংচুর ও ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় দুস্কৃতিকারীরা ভুক্তভোগী ভিকটিম ফজলুল কাদের’কে দেখে তার পথরোধ করে আওয়ামী লীগের লোক বলে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দ্বারা আঘাত করে আহত করে এবং বর্তমান সরকারকে উদ্দেশ্য করে নানারুপ কুরুচিপূর্ণ মন্তব্য করে। এছাড়াও নাশকতাকারীরা ভিকটিমকে পরবর্তীতে দেখে নিবে বলে হুমকি প্রদান করে।

উক্ত ঘটনায় ভিকটিম ফজলুল কাদের (৩৭) বাদী হয়ে চট্টগ্রাম জেলার পটিয়া থানায় ২০ জনকে নামীয় এবং অজ্ঞাতনামা ৩০/৪০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৩৫, তারিখ ১৮ ডিসেম্বর ২০২৩খ্রিঃ, ধারা ১৪৩/৩৪১/৩২৩/৫০৬/৩৪ পেনাল কোড ১৮৬০ তথৎসহ 1908 The Explosive Substance Act-

র‌্যাব-৭, চট্টগ্রাম সূত্রে বর্ণিত মামলার পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে ব্যাপক গোয়েন্দা নজরদারি এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। নজরদারীর এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সুত্রোক্ত মামলার পলাতক আসামি চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন হরিণখাইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২১ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ রাত আনুমানিক ২১০০ ঘটিকায় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে মামলার ৪নং এজাহার নামীয় পলাতক আসামি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ রবিউল হোসেন বাদশা ডামা বাদশা, পিতা-রফিক আহম্মদ, সাং-হরিণখাইন, থানা-পটিয়া, জেলা- চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামি’কে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, অবরোধ কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মহাসড়কে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, ভাংচুর, অগ্নি সংযোগসহ নাশকতা এবং ভিকটিম’কে মারধর করে বলে জানায়।

গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগ্রাম জেলার পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
চট্টলা মর্নিং এর সকল স্বত্ব © ২০২৩-২০২৪ সংরক্ষিত
কারিগরি সহযোগিতায় ইনো. আইটি বাজার