এবাদুল হক:
০১ কেজি গাঁজা’সহ ০১ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার করে বাকলিয়া থানা পুলিশ।বাকলিয়া থানাধীন তক্তারপুল কাঁচা বাজারের পাশে সেলিম কলোনীর সামনে খালপাড় রাস্তার উপর।বাকলিয়া থানাধীন তক্তারপুল কাঁচা বাজারের পাশে সেলিম কলোনীর সামনে খালপাড় রাস্তার উপর হইতে এসআই(নিঃ)/আনোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশেষ অভিযান ডিউটি করাকালে মোঃ সোহেল (৩০)’কে ০১ কেজি গাঁজা’সহ গ্রেফতার করেন। জব্দকৃত গাঁজা সমূহ জব্দতালিকা মূলে জব্দ করেন।
মোঃ সোহেল (৩০), পিতা-মোঃ কামাল, মাতা-মোছাঃ রিজিয়া বেগম, স্ত্রী-মোছাঃ সোনিয়া বেগম, সাং-ছারোয়া আইলের পাড়, সরকার বাড়ীর পাশে, কামালের বাড়ী, ১০নং বাহেক ইউপি, ডাকঘর-মন্দবাগ, থানা-কসবা, জেলা-ব্রাহ্মনবাড়ীয়া, বর্তমানে-ইছহাকেরপুল, উজির আলী গলি, সিরাজ মিয়ার কলেনাীর শেষ মাথায় বাম পাশে ৩৬নং ভাড়াঘর, ১৯নং ওয়ার্ড, ডাকঘর- চকবাজার, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম।বাকলিয়া থানার মামলা নং-২৪, তাধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণীর ১৯(ক) রুজু হয়।
Leave a Reply