থানা সূত্রে জানা যায়, ডিসেম্বরের ১১ তারিখ চকবাজার থানার মামলা নং-১(৩)১৬, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৭(খ) এর ৩ (তিন) বছরের সাজাপ্রাপ্ত ও ২,০০০ টাকার অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের পলাতক আসামি মোঃ জসিম উদ্দিনকে বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল এলাকা হতে , সর্বশেষ বিশেষ অভিযান পরিচালনা করে বাকলিয়া থানা পুলিশ সাজা প্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) থানা সূত্রে বিষয়টি নিশ্চিত করেন বাকলিয়া থানা ওসি। মোঃ জসিম উদ্দিন নগরীর বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল মিজানের গ্যারেজ এলাকার ইয়াকুব পুত্র।
এ বিষয়ে ওসি বাকলিয়া জানান, দুই হাজার টাকার অর্থদণ্ডপ্রাপ্ত সাজা হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল। তাকে গ্রেফতারের উদ্দেশ্যে বাকলিয়া থানা পুলিশ বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে।সর্বশেষ বিশেষ অভিযান পরিচালনা করে বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল এলাকা হতে সাজা প্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
Leave a Reply