চট্টলা মর্নিং:
১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে গাজায় চলমান গণহত্যা ও মানবাধিকার ইস্যুতে বিশ্বমোড়লদের দ্বিচারিতার প্রতিবাদে মানববন্ধন, র্যালি ও পথ সভা মুহিউদ্দীন চৌধুরী জিকুর সভাপতিত্বে ও এডভোকেট আদনান জাফরান এর সঞ্চালনায় অনুষ্ঠিত।গাজায় চলমান মানবাধিকার ইস্যুতে আমেরিকা সহ বিশ্বমোড়লদের দ্বিচারিতার তীব্র প্রতিবাদ জানান।
প্রধান অতিথি – এডভোকেট এ এইচ এম জিয়া উদ্দিন বলেন,একজন মানুষ তার জন্ম থেকে কিছু অধিকার পেয়ে থাকে, সেগুলোই মানবাধিকার। আন্তর্জাতিক মানবাধিকারের ঘোষণা পত্রে ৩০টি ধারার কথা বলা হয়েছে এবং আমাদের সংবিধানে ১৮ টি মৌলিক অধিকারের কথা বলা আছে। বিশ্বের বিভিন্নদেশে বিভিন্নভাবে এই অধিকারগুলো লুণ্ঠিত হচ্ছে। জাতিসংঘের সংস্থাগুলো পৃথিবীতে মানবাধিকার নিশ্চিত করার জন্য কাজ করে থাকে।
র্যালি ও সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – এডভোকেট এ এইচ এম জিয়া উদ্দিন সাবেক সাধারণ সম্পাদক চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি, মূখ্য আলোচক- মুহাম্মদ মুনীর উদ্দীন চৌধুরী, সদস্য অর্থ ও পরিকল্পনা উপ -কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ। বিশেষ আলোচক- এডভোকেট মঞ্জুর আলম সদস্য চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি, রুবেল হোসেন নীল, জসিম মঞ্জু, জায়েদুর রহমান, এডভোকেট কামাল উদ্দিন খাঁন, সাংবাদিক মুফাসসিরুল হক, আবু বকর মোহাম্মদ তামিম, এডভোকেট এনায়েতুল করিম, অন্যান্যের মধ্যে সংহতি প্রকাশে বক্তব্য রাখেন – কৃষ্ণ কান্তি ধর, সুজন দাশ৷ রুবেল মজুমদার প্রমূখ।
Leave a Reply