চট্টলা মর্নিং:
উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩ এর আয়োজনে সিএমপি কমিশনার ।অদ্য ৯ ডিসেম্বর, ২০২৩ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সামনে বাংলাদেশের জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। এরপর ফেস্টুন ও বেলুন উড়ানোর মাধ্যমে দিবসটির শুভ উদবোধন করেন অতিথিবৃন্দ।
আনুষ্ঠানিক উদবোধনের পরপরই জেলা শিল্পকলা একাডেমির সামনে দুর্নীতি বিরোধী এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সভাপতিসহ প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ।
বিশেষ অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) বলেন, দুর্নীতি দমন ও প্রতিরোধের পূর্বশর্ত হলো নিজেকে দুর্নীতিমুক্ত রাখা এবং নিজের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সততার সাথে পালন করা। স্মার্ট বাংলাদেশ গড়ার পথে দুর্নীতির কোন স্থান নেই উল্লেখ করে তিনি দুর্নীতি প্রতিরোধে সকলকে যার যার জায়গা থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণে সচেষ্ট হওয়ার আহবান জানান।
Leave a Reply