চট্টগ্রামের চেরাগ হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরিফ, খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরিফের উদ্যোগে এবং হযরত শাহ সুফি আমানত খান (রহ.) ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১২ দিনব্যাপী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দরগাহ শরিফ প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন আওলাদে পাক ও শাজ্জাদানসীন শাহজাদা সৈয়দ মো. হাবিব উল্লাহ খান মারুফ শাহ আল-আমানতী।
বক্তারা বলেন, রাহমাতুল্লিল আলামিন প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের আনন্দকেই ঈদে মিলাদুন্নবী (সা.) বলা হয়। তাঁর আগমনের নূরের আলোয় সারা পৃথিবী আলোকিত হয়েছিল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ আবু মনছুর, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মো. আবু তালেব ছিদ্দিকী সান্জু, মো. মুনিরুল ইসলাম অপু, রফিক সওদাগর, মো. সাইমনসহ বিভিন্ন সম্মানিত ব্যক্তি, ওলামায়ে কেরাম, আশেক ও ভক্তবৃন্দ।
দরগাহ শরিফ জামে মসজিদের ইমাম মাওলানা মো. তবারক আলীর পরিচালনায় মাহফিলে নাতে রাসুল (সা.) পরিবেশন করা হয়। শাজরায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরিফ পাঠ করেন শায়ের মাওলানা মো. মুনিরুল ইসলাম কাদেরী ও তার সহযোগী সদস্যবৃন্দ।
মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আওলাদে পাক মোতোয়ালী আলহাজ্ব হাকিম শাহজাদা ইজাজ উদ্দিন আজীম খান। পরে আশেকান ও মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
Leave a Reply