চট্টলা মর্নিং:
মহানগর গোয়েন্দা বিভাগের অভিযানে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ০১ জন।মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিঃ ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ আলী হোসেন সার্বিক দিক নির্দেশনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সামীম কবীর ও সহকারী পুলিশ কমিশনার কাজী মোঃ তারেক আজিজের তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক মোহাম্মদ জহির উদ্দিন এর নেতৃত্বে, এসআই (নিঃ) মোহাম্মদ মহসিন উদ্দীন রুবেল, এসআই (নিঃ) মোঃ কামরুল হুদা, এএসআই নুরুল ইসলাম, এএসআই/তাপস কান্তি দাশ, এএসআই/সুজন চন্দ্র রায় সঙ্গীয় ফোর্সসহ ০৪/১২/২০২৩ খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা মোড়ে অভিযান পরিচালনা করে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মনোয়ারা বেগমকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তি জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজার জেলার টেকনাফ থানা এলাকা থেকে কম দামে সংগ্রহ করে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।
Leave a Reply