চট্টলা মর্নিং:
চট্টগ্রাম নগরীতে বাকলিয়া থানার পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছে ১ বছর সাজা ও ১ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ আবদুল কাদের নামে এক ব্যক্তি।বুধবার (৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ওসি বাকলিয়া। অভিযানে কাজ করেন বাকলিয়া থানার বলিরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ ফরহাদ মহিম, এএসআই মোঃ লুৎফর রহমান, এএসআই মিঠুন দাশ।এই আসামিকে গ্রেপ্তারে একাধিক পুলিশ কর্মকর্তা কাজ করেছিলেন বলেন জানান তারা।সর্বশেষ নগরীর মিয়াখান নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় বাকলিয়া থানা পুলিশ।
বাকলিয়া থানার ওসি আফতাব হোসেন জানান,আসামি মামলা রুজু হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় আত্মগোপনে পলাতক ছিল।তাকে গ্রেফতারের জন্য বাকলিয়া থানা টিম বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার আবদুল কাদের বাকলিয়া থানাধীন মিয়াখান নগর হাজী বেল্লা গাজী বাড়ি এলাকার মৃত আবদুল নুরির ছেলে।
Leave a Reply