চট্টলা মর্নিং
সিএমপি’র হালিশহর থানার অভিযানে ০৯টি সিআর সাজা, ০১টি জিআর সাজা ও ০২টি সিআর পরোয়ানাভুক্ত ০৩ জন আসামি গ্রেফতার।
সিএমপি’র পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো: আশরাফুল করিম ও সহকারী পুলিশ কমিশনার মুকুর চাকমার তত্ত্বাবধানে, অফিসার ইনচার্জ মোঃ কায়সার হামিদের নেতৃত্বে, এসআই/ মাহবুব রব্বানী অপু, এএসআই/বেলায়েত হোসেন, এএসআই/সাদ্দাম হোসেন ও এএসআই/কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ০৫/১২/২০২৩ খ্রি. ও ০৬/১২/২০২৩ খ্রি. ঢাকা, গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ০৬টি সিআর সাজা ও ০২টি সিআর পরোয়ানাভুক্ত আসামি আবু বক্কর সিদ্দিক এবং ০১টি সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মনজুরা আক্তার, ০২টি সিআর সাজা ও ০১টি জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মাঈনুদ্দিন প্র: এম কে শাহেদকে গ্রেফতার করেন।
ধৃত আসামি আবু বক্কর সিদ্দিক ও মনজুরা আক্তার ইষ্টার্ন ব্যাংক লি: হতে ঋণখেলাপীর দায়ে ০৪ (চার) মাস করে সাজা এবং বিভিন্ন ব্যক্তি/প্রতিষ্ঠানের ঋণখেলাপীর দায়ে সর্বমোট ৫০,০০০০০ (পঞ্চাশ লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত আসামি।
এছাড়াও ধৃত আসামি মাঈনুদ্দিন প্র: এম কে শাহেদ ডবলমুরিং মডেল থানার মামলা নং-১০(০৭)০৬ সংক্রান্তে ০২ বছরের সশ্রম কারাদন্ড এবং বিভিন্ন ব্যক্তি/প্রতিষ্ঠানের ঋণখেলাপীর দায়ে ০৬ (ছয়) মাস করে সশ্রম কারাদন্ড সহ সর্বমোট ১০,০০০০০ (দশ লক্ষ) টাকার অর্থদণ্ড প্রাপ্ত আসামি।
Leave a Reply