রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতারক আব্দুল বাতেনের কবল থেকে নিঃস্ব ওয়াহিদ ইলেকট্রিশিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে রক্ষায় প্রশাসক নিয়োগের দাবিতে মানববন্ধন থানচিতে এলজিইডির সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম, নিম্নমানের সামগ্রী ব্যবহারে ক্ষোভ সাইকেল চালিয়ে ২৫০০ ফুট উঁচু ডিম পাহাড় জয় দুই তরুণের সরকার পতনের পর চট্টগ্রামে মাদকের রাজত্ব! চট্টগ্রামে ‘মব জাস্টিস’ বিতর্ক: সুপারশপে লুটপাট, কর্মচারীদের মারধর, প্রশ্নের মুখে আইনি শাসন চট্টগ্রাম মেডিকেল ঘিরে ফের সক্রিয় এম্বুলেন্স সিন্ডিকেট 🛑 চাক্তাইয়ের ছায়ামানব: ইসলামি ছদ্মবেশে গড়ে উঠেছে কালো টাকার সাম্রাজ্য চট্টগ্রামে ভুতুড়ে ফ্ল্যাটে অবৈধ অপারেশন থিয়েটার সুদ-জুয়ার টাকায় রাজনৈতিক পালাবদলের নাটক মঞ্চস্থ করছেন চট্টগ্রামের মিন্টু আহমেদ কালোজিরা: প্রাকৃতিক স্বাস্থ্যরক্ষায় এক নির্ভরযোগ্য বীজ
নোটিশ
চট্টলা মর্নিং নিউজে আপনাকে স্বাগতম, আমাদের পরীক্ষামূলক সম্প্রচার চলছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

বাকলিয়া সরকারি কলেজ ছাত্রলীগ ও ছাত্র-সংসদ কতৃৃক “শেখ হাসিনাতেই আস্থা” শীর্ষক কমর্শালা অনুষ্ঠিত

চট্টলা মর্নিং
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৫০১ জন পড়েছেন

মহানগর প্রতিনিধি:

বাকলিয়া সরকারি কলেজ ছাত্রলীগ ও ছাত্র-সংসদ কতৃৃক “শেখ হাসিনাতেই আস্থা” শীর্ষক কমর্শালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা উপ কমিটির সদস্য মুহাম্মদ মুনির উদ্দীন চৌধুরী।

বাকলিয়া সরকারি কলেজ ছাত্রলীগ ও ছাত্রসংসদ কতৃক বঙ্গবন্ধু অডিটোরিয়ামে কলেজ ছাত্রলীগের সভাপতি জিয়া উদ্দিন ফাহিম এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক আব্দুল্লাহ মুহাম্মদ ইশমাম এর সঞ্চালনায় শেখ হাসিনাতেই আস্থা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশ আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা উপ কমিটির সদস্য মুহাম্মদ মুনির উদ্দীন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরে বাংলাদেশের রাজনীতিতে একমাত্র সর্বজন শ্রদ্ধেয় আস্থার মূর্ত প্রতীক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার বিকল্প রাজনীতিবিদ এখনো বাংলাদেশে তৈরি হয়নি।
উন্নয়নশীল দেশ মর্যাদা বাস্তবায়ন অসমাপ্ত উন্নয়ন কাজ’ শেষ করতে নৌকায় ভোট দিন।এটা আওয়ামী লীগই পারবে, অন্য কেউ পারবে না। কারণ তাদের (বিএনপি-জামায়াত) কোনো দেশপ্রেম বা মানুষের প্রতিও কোনো দায়িত্ববোধ নেই।দেশের উন্নয়ন অগ্রযাত্রার সঙ্গে তাল মিলিয়ে সংবিধান সমুন্নত রাখতে যথাসময়ে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণাও দেশ এগিয়ে যাওয়ার অনন্য দৃষ্টান্ত।

তিনি আরো বলেন- স্বাধীন বাংলাদেশের রূপকার ও স্থপতি হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর আধুনিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের রূপকার হলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভাবনীয় উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় নিয়ে গিয়ে প্রধানমন্ত্রী স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি, স্মার্ট প্রজন্ম তথা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নিরোলসভাবে কাজ করে চলেছেন। তাঁর এই প্রয়াসকে সফল করতে শিক্ষার্থীদের বিশেষ করে ছাত্রলীগের কর্মীদের মুখ্য ভূমিকা পালন করতে হবে।

কমর্শালায় উপস্থিত ছিলেন বাকলিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এম মোহাইমিনুন, ছাত্রসংসদের ভিপি এস.এম ইনজামাম আকিব ও ছাত্রসংসদের জি.এস – রিদওয়ানুল হক জামি অর্থ সম্পাদক রহমান আলী রিপন। বাকলিয়া থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আরাফাত উল্লাহ নেজাম ও চাঁন্দগাও থানা ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম মুন্না।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
চট্টলা মর্নিং এর সকল স্বত্ব © ২০২৩-২০২৪ সংরক্ষিত
কারিগরি সহযোগিতায় ইনো. আইটি বাজার