বাকলিয়া থানার অভিযানে ০১(এক) বছরের বিনাশ্রম কারাদন্ড এবং চেকের সমপরিমাণ টাকা অর্থাৎ ১২,৫০,২০০/- টাকা অর্থদন্ড প্রাপ্ত ০৫টি সিআর সাজা ও ৩টি সিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার।
গোপন সংবাদের ভিত্তিতে ৫১নং নতুন চাক্তাই, ২য় তলা, ইসলামাবাদ রাইস মিলের সামনে, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় হইতে এস আই মোঃ আব্দুল কাদের, সঙ্গীয় অফিসার এএসআই রুহুল আমিন এর সহায়তায় ০১(এক) বছরের বিনাশ্রম কারাদন্ড এবং চেকের সমপরিমাণ টাকা অর্থাৎ ১২,৫০,২০০/- টাকা অর্থদন্ড প্রাপ্ত সিআর-৩৬৬/২০২০, ২৭৮/১৫, ১২৯০/২১, ২২৫/২১, ২২৬/২১, ৭৫/২২, ১২৮/২১, ১৪৯/২১ সংক্রান্তে বিজ্ঞ আদালত কর্তৃক প্রদত্ত সিআর সাজা ও সিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী সাইফুল আলম (জজ), পিতা-মরহুম মোঃ শামশুল আলম,কে গ্রেফতার করা হয়।
এবিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার অফিসার ইনচার্জ।
গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়।
Leave a Reply