আজ ১৫ মার্চ ২০২৪ নগরীর সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, চট্টগ্রাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগ ও কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), চট্টগ্রামের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৪ পালিত হয়েছে। বিশ্ব ভোক্তা অধিকার দিবসের এবারের প্রতিপাদ্য ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) কৃষ্ণপদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) ।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার মহোদয় বলেন, পেশাগত জীবনে আমরা যার যার অবস্থান থেকে সফল হলেও ভোক্তা হিসেবে বোধহয় আমরা কেউই সফল না। ভোক্তা হিসেবে আমরা সবাই অসন্তুষ্ট। তাই আমরা সম্মিলিতভাবে সফল হতে চাই।
তিনি আরো বলেন, অন্যের অধিকারের প্রতি আমাদের সমর্থন ও সচেতনতা থাকা দরকার। সবাই একত্রিত হওয়ার বিষয়টি যেন বৃথা না যায় সে কমিটমেন্ট আমাদের নিতে হবে। এছাড়াও তিনি বাজার ব্যবস্থায় পণ্যের সরবরাহ নিশ্চিত কল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। এবং এ ব্যপারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সার্বিক সহযোগিতা করতে সদা প্রস্তুত বলে জানান।
Leave a Reply