চট্টলা মর্নিং:
বাকলিয়া থানা পুলিশ কর্তৃক ০২ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার। এএসআই মোঃ ফিরোজ আলী সঙ্গীয় এএসআই বাহার উদ্দিন এএসআই মোঃ মোশারফ হেসেন, সর্ব-বাকলিয়া থানা, সিএমপি, চট্টগ্রামদের সহায়তায় দায়রা নং-৫৫৪৩/২২, সিআর নং-৩৭৮/২১ এর ০২( দুই) বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী মোহাম্মদ মনিরুল হক, পিতা-মৃত নুরুল হক, সাং-ফকির মাহমুদের বাড়ী, ইসহাকের পুল (পূর্ব পার্শ্বে), থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম’কে ০০.৩০ ঘটিকার সময় বাকলিয়া থানাধীন ইছহাকেরপুল এলাকা হইতে গ্রেফতার করা হয়।
উক্ত আসামী মামলার সাজা হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় আত্ম-গোপনে ছিল। তাকে গ্রেফতারের উদ্দেশ্যে বাকলিয়া থানা পুলিশ বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। সর্বশেষ বিশেষ অভিযান পরিচালনা করিয়া বাকলিয়া থানা পুলিশ সাজা প্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করিতে সক্ষম হয়।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়,
২নং গেইট টেকনিক্যাল মোড়।
ইমেইল- news@chattalamorning.com
এটি চট্টলা মর্নিং এর ইপেপার সংস্করণ