চট্টগ্রাম নগরীতে আবারও আলোচনায় উঠলো হোটেল জামানকে ঘিরে জমি দখলের অভিযোগ। বিশিষ্ট ব্যবসায়ী, কলামিস্ট ও গীতিকার লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার।
শনিবার (২৪ আগস্ট) দুপুরে নগরীর অলংকার জামান হোটেলের সামনে লিয়াকত হোসেন খোকনের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে লিয়াকত খোকনের মেয়ে অভিযোগ করে বলেন, “জামান হোটেলের মালিক আমার বাবার কেনা জায়গা জবরদখলের উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রচার করছে। সংবাদ সম্মেলনের নামে তারা বাবার সম্মানহানি করার চেষ্টা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।”
এসময় লিয়াকতের বড় মেয়ে ডাক্তার মিথিলা আরো বলেন, “আমার বাবাকে ‘আওয়ামী ফ্যাসিস্ট’ বলে যে অপপ্রচার চালানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমার বাবা কখনো কোনো রাজনৈতিক পদে ছিলেন না।রাজনৈতিকভাবে কলঙ্কিত করার এই চেষ্টা সরাসরি মানহানি ও চরিত্রহননের শামিল।”
মানবন্ধনে থাকা লিয়াকাতে ভাই কামরুল হাসান সুজন বলেন, জামানের মালিক রা মুলত জায়গা দখল করে এই অবস্থায় এসেছে। তারা চট্টগ্রাম শহরের সব জায়গায় যেখানে তাদের শাখা আছে সেখানেই তারা জমির মালিকের সাথে বিরোধ সৃষ্টি করেছে। জামান গত ১৩ বছর ধরে এই জায়াগার উপর জবর দখলের চেষ্টায় লিপ্ত আছে। তাদের কারনে এই তৈয়বীয়া টাওয়ারে আমরা ভাড়াটিয়া দিতে পারিনি বারংবার নানান ভাবে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন লিয়াকত খোকনের ভাই কামরুল হোসেন সুজন। তিনি দাবি করেন, হোটেল জামানের মালিকপক্ষ কুখ্যাত ভূমিদস্যু মোহাম্মদ আলী মিয়ার সঙ্গে মিলে ষড়যন্ত্র করছে। এর মাধ্যমে লিয়াকত হোসেনকে সামাজিক ও আর্থিকভাবে হেয় করার চেষ্টা চলছে।
প্রতিবাদ সমাবেশে পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় এলাকাবাসীও উপস্থিত থেকে এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়,
২নং গেইট টেকনিক্যাল মোড়।
ইমেইল- news@chattalamorning.com
এটি চট্টলা মর্নিং এর ইপেপার সংস্করণ