এ এম ফাহাদ খাগড়াছড়ি:
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা’র হাজাপাড়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর ) সকালে এ সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার পরিচালক মাওলানা মোস্তফা’র সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সভাপতি ও ইউপি সদস্য দিদারুল আলম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা বলেন,অল্প সময়ে হাজাপাড়া নুরানি মাদ্রাসা অনেক উন্নতি করেছে। ভবিষ্যতে আরো ভালো করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ইউএনও রাজীব চৌধুরী বলেন, আজকের এ সমাবেশে উঠে আসা অভিভাবকদের পরামর্শ ও অভিযোগসমূহ ভবিষ্যতে এ মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়নের ব্যাপারে শুধুমাত্র শিক্ষকদের উপর নির্ভরশীল হলে চলবে না অভিভাবকদেরকেও শিক্ষার্থীদের লেখাপড়ার বিষয়ে অধিক যত্নবান হতে হবে। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গোলাম মোস্তফা, আব্দুল মালেক ও সুমি বেগম প্রমুখ। অনুষ্ঠানের শেষাংশে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply