সিএমপি খুলশী থানার অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা সহ হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করে সিএমপি খুলশী থানার পুলিশ।সিএমপি খুলশী থানার একটি আভিযানিক দল ০১/১২/২০২৩ খ্রি. নগরীর খুলশী থানাধীন টাইগারপাস রেলওয়ে কলোনিস্থ লালঘরের সামনে অভিযান পরিচালনা করে খুলশী থানার হত্যা মামলার এজাহার নামীয় মোঃ জাহিদ হোসেনকে হত্যাকান্ডে ব্যবহৃত ছোরাসহ আটক করেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়,
২নং গেইট টেকনিক্যাল মোড়।
ইমেইল- news@chattalamorning.com
এটি চট্টলা মর্নিং এর ইপেপার সংস্করণ