ঈদের হাসি হাসুক সবাই এ পদিপাদ্যকে সামনে রেখে, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন,লাল সবুজ সোসাইটি চট্টগ্রাম টিম। প্রতিবছরের নেয় এবারও মাস ব্যাপী ইফতার ও সেহরির কর্মসূচির আয়োজনের পাশাপাশি।গত ২৭ রমাদান নগরীর বায়েজিদ আমিন কলোনির সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন লাল সবুজ সোসাইটি টিম চট্টগ্রাম। এসময় শিশুদের সাথে আনন্দ উল্লাসে মেতে ওঠে লাল সবুজ সোসাইটি চট্টগ্রাম টিম। শিশুদের ঈদ উপহার বিতরণের পাশাপাশি তাদের হাতে মেহেদী লাগান লাল সবুজ সোসাইটির সদস্যরা।তাদের এ কাজকে এলাকাবাসী সাধুবাদ জানায়। এসময় লাল সবুজ সোসাইটির মূল কার্যক্রম আবহাওয়া ও পরিবেশ নিয়ে এলাকাবাসীর উদ্দেশ্যে জন সচেতনতা মূলক বক্তব্য রাখেন লাল সবুজ সোসাইটির সদস্যরা। সাঈদ আনোয়ার তকি ও তাহা মিনা'র নেতৃত্বে উপস্থিত ছিলেন লাল সবুজ সোসাইটি চট্টগ্রাম টিমের, সহসভাপতি ফয়েজ সাদ,আরও উপস্থিত ছিলেন সদস্য লিজা,তানজিনা,প্রমিত,তাওসিফ,রকিবুল হাসান রাকিব, আমজাদ হোসেন, ফাহিমা মঞ্জুর ফারিয়া, সুবা তুন নুর,আবু রায়হান,ফারহা তাবাসসুম প্রমূখ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়,
মদিনা মনোয়ারা প্লাজা,৩য় তলা শাহ আমানত সংলগ্ন রোড়
বাকলিয়া চট্টগ্রাম
ইমেইল- news@chattalamorning.com
এটি চট্টলা মর্নিং এর ইপেপার সংস্করণ