আবদুল মামুন,সীতাকুণ্ড-
চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা শিল্প পরিদর্শন করেছেন ইন্টারন্যাশনাল মেরিন টাইম অর্গানাইজেশনের (আইএমও) জেনারেল সেক্রেটারী আর্সেনিও ডোমিনগোয়েজ।
শুক্রবার (১ জুন) বিকালে আইএমও জেনারেল সেক্রেটারী উপজেলার ক্রিষ্টাল শিপার্স লিঃ, আর শিপ রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শন করেন। পরিদর্শনকালে আইএমও জেনারেল সেক্রেটারী ইয়ার্ডগুলোর কার্যক্রম খতিয়ে দেখেন এবং বাংলাদেশ শিপব্রেকার্স এন্ড রিসাইক্লার্স এসোসিয়েশন নেতৃবৃন্দের সাথে কথা বলেন। এ সময় বিএসবিআর এর পক্ষ থেকে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পের প্রগ্রেস, এচিভমেন্ট ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন এস এম শিপ এন্ড রিসাইকেলিং শিপ ব্রেকার্সের উপব্যবস্থাপনা পরিচালক ও এমপি মামুনের বড় ছেলে সাদমান সারা রাফসান। তাছাড়া শিপব্রেকার্স এসোসিয়েশন নেতৃবৃন্দ আইএমও জেনারেল সেক্রেটারী আর্সেনিও ডোমিনগোয়েজ এর কাছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে দেশের বর্তমান অর্থনৈতিক মন্দা, ডলার সংকট, জাহাজভাঙা শিল্পে কোভিটের নেতিবাচক প্রভাব এবং সর্বোপরি প্রতিটি শিপইয়ার্ডকে গ্রীনইয়ার্ড করতে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের কথা উল্লেখ করে জাহাজভাঙা শিল্প মালিকরা সবকটি শিপইয়ার্ডকে গ্রীনইয়ার্ডে রূপান্তর করতে আরো পাঁচ বছর সময় দরকার এবং গ্রীনইয়ার্ডের জন্য সফট লোন প্রয়োজন বলে অবগত করেন। উপস্থিত থেকে বিএসবিআরএ’র প্রেসিডেন্ট মোঃ আবু তাহের জাহাজভাঙা শিল্পের সার্বিক বিষয়ে আইএমও জেনারেল সেক্রেটারীকে অবহিত করেন। উল্লেখ্য, আইএমও সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশের পাশে থেকে নিরাপদ সমুদ্রযাত্রা ও সমুদ্রদূষণ কমানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে জানা যায়। এ সময় প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন, ইউকের বাংলাদেশ হাইকমিশনার সাদিয়া মুনা তাসনিম এবং ইউকেতে বাংলাদেশের মেরিন টাইম কনসুলার ক্যাপ্টেন এবিএম শামীম, চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এস এম আল মামুন, সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান আরিফুল আলম চৌধুরী রাজু, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শাহ্ মোঃ হেলাল উদ্দীন এবং যুগ্ম সচিব প্রতাপ চন্দ্র বিশ্বাস, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম সহ প্রমুখ।
Leave a Reply