মহানগর প্রতিনিধি;
চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট মোড় থেকে বাদি মোঃ মাহাবুবুল আলম ও তার ছেলে হাসান মাহাবুব সায়েম রিক্সাযোগে বাড়ি ফেরার পথে বাদি প্রকৃতির ডাকে সাড়া দিতে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাটস্থ পেপসির মুখে পেট্রোল পাম্পে যান।পরবর্তীতে তিনি তার ছেলের চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে আসেন এবং কী হয়েছে জিজ্ঞাসা করলে তার ছেলে জানায় ৩/৪ জন লোক ছোরার ভয় দেখিয়ে তার কাছ থেকে ০১টি HP Proobook 440 G7 মডেলের ল্যাপটপ, শার্টের বুক পকেটে থাকা ০১টি Poco মোবাইল ফোন ও প্যান্টের পিছনের পকেটে ম্যানি ব্যাগে থাকা নগদ ৩,০০০ টাকা ছিনিয়ে নিয়ে গেছে।
পরবর্তীতে বাদি মোঃ মাহাবুবুল আলমের লিখিত অভিযোগের ভিত্তিতে চান্দগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।
মামলার প্রেক্ষিতে সিএমপি চান্দগাঁও থানার এসআই/লুৎফর রহমান সোহেল রানা সংগীয় ফোর্সসহ নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন শীতল ঝর্ণা আ/এ, খলিল শাহ মাজার সংলগ্ন দিদার কলোনীর ১০ নং রুমে অভিযান পরিচালনা করে মোঃ ইমন হোসেন, মোঃ রাকিব ও জসিম উদ্দিনকে গ্রেফতার করেন এবং তাদের হেফাজত থেকে ০১টি টিপ ছোরা এবং ছিনতাইকৃত ০১টি HP Proobook 440 G7 মডেলের ল্যাপটপ, ০১টি Poco M2 মডেলের মোবাইল ফোন ও নগদ ২,০০০ টাকা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়,
২নং গেইট টেকনিক্যাল মোড়।
ইমেইল- news@chattalamorning.com
এটি চট্টলা মর্নিং এর ইপেপার সংস্করণ