,চট্টগ্রাম
সাহস, স্বপ্ন আর অদম্য ইচ্ছাশক্তি থাকলে পাহাড় সমান চ্যালেঞ্জও জয় করা সম্ভব এই বার্তা নিয়ে সাইকেল চালিয়ে বাংলাদেশের অন্যতম উঁচু পাহাড় ডিম পাহাড় জয় করল দুই তরুণ, চট্টগ্রামের রাউজানের আরমান ও আকাশ।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭৬২ মিটার (২৫০০ ফুট) উঁচু ডিম পাহাড় বাংলাদেশের বান্দরবান জেলায় অবস্থিত। পাহাড়চূড়ার আকৃতি দেখতে ডিমের মতো হওয়ায় স্থানীয়দের মুখে মুখে ছড়িয়ে পড়ে নাম ডিম পাহাড়।
কোটি টাকার শক্তিশালী ইঞ্জিনচালিত গাড়িও যেখানে থমকে যায়, সেই দুর্গম পথ পায়ে চালানো সাইকেলে পাড়ি দিয়েছেন আরমান ও আকাশ। রাউজান থেকে বান্দরবানের ডিম পাহাড় পর্যন্ত প্রায় ১৫০ কিলোমিটার দীর্ঘ পথ তারা অতিক্রম করেন, তাও মাত্র দুই দিনে।
আরমান বলেন, “অনেকেই বলত এটা সম্ভব না। সাইকেল নিয়ে ডিম পাহাড়ে ওঠা শুধু পাগলামো। কিন্তু আমাদের পাগলামোর মধ্যেই ছিল স্বপ্ন, আর সেই স্বপ্নকে বাস্তব করে দেখালাম।”
আকাশ বলেন, “ডিম পাহাড়ে প্রথম যখন আমাদের টিমের সিনিয়রদের সঙ্গে ঘুরতে যাই, তখনই মনে হয়েছিল একদিন এখানে সাইকেল নিয়ে উঠব। আজ সেই স্বপ্ন সত্যি হয়েছে। এই অনুভূতি ভাষায় বোঝানো যায় না।”
পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, খাড়া ঢালু আর গরম রোদ সবকিছু যেন পরাজিত হয়েছে তাদের সাহসিকতার কাছে। বিশ্রামের সুযোগ না নিয়েই ধীরে ধীরে তারা এগিয়েছেন লক্ষ্যপানে।
এই সাইকেল অভিযাত্রা শুধু রোমাঞ্চ নয়, এক গভীর বার্তা দিয়েছে তরুণ প্রজন্মের প্রতি ইচ্ছাশক্তির কাছে কোনো পাহাড়ই বড় নয়।
Leave a Reply