তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী ১০ দিনে ৫ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সংগঠক মোঃ রেজাউল করিম (রিজু) এর পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচির ১ম দিন পালন করা হয়েছে।
সকালের দিকে নিজ এলাকায় বিভিন্ন পয়েন্টে শতাধিক বৃক্ষরোপণ করেন।চট্টগ্রাম মহানগরের ছাত্রলীগের সংগঠক মোঃ রেজাউল করিম (রিজু) বলেন, বর্তমান বিশ্বে বৃক্ষরোপণ করে নগরায়নের ফলে প্রাকৃতিক ভারসাম্য বিপর্যয়ের পথে। যেকোনো দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে শতকরা ২৫ ভাগ বনায়ন থাকা উচিত সে জায়গাই আমাদের দেশের বনায়ন শুধুমাত্র ১৩ ভাগ। দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের কথা চিন্তা করে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় আমাদের আজকের এই কর্মসূচি।
বৃক্ষরোপণ কর্মসূচির অংশ নেন মোহরা ৫নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোঃ ইশতিয়াক, ইশাদ, তানজিদ, রমজান,সিফাত, রিফাত, ইমন,জুয়েল, ইমরান,সাগর,সোহেল,হাছান সহ আরও অনেকে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়,
২নং গেইট টেকনিক্যাল মোড়।
ইমেইল- news@chattalamorning.com
এটি চট্টলা মর্নিং এর ইপেপার সংস্করণ