বাকলিয়া থানার অভিযানে এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করে থানা পুলিশ। দায়রা-১০০৯/২০, সিআর-১০৬/১৯ (কোতোয়ালী), ধারা-এনআই এ্যাক্ট এর ১৩৮ সংক্রান্তে বিজ্ঞ আদালত কর্তৃক প্রদত্ত ০১(এক) বছরের বিনাশ্রম কারাদন্ড ৮০,০০,০০০/- টাকা অর্থদন্ড প্রাপ্ত সিআর সাজা গ্রেফতারী পরোয়ানাভুক্ত ছিলেন আসামী।
বাকলিয়া থানার অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে সহকারি পুলিশ কমিশনার (চকবাজার জোন) নূরে আল মাহমুদ আরে নেতৃত্বে এএসআই/ মোঃ মোশারফ হোসেন, এএসআই/ মোঃ মজিবুর রহমান এর সহায়তায়,বাকলিয়া থানাধীন ১৮নং ওয়ার্ড, পূর্ব বাকলিয়া আব্দুল লতিফ হাটখোলা বাজার, আসামী মোঃ জহিরুল ইসলাম, পিতা-মৃত মীর আহমদ কে'তার বসত বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
এবিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার অফিসার ইনচার্জ। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়,
২নং গেইট টেকনিক্যাল মোড়।
ইমেইল- news@chattalamorning.com
এটি চট্টলা মর্নিং এর ইপেপার সংস্করণ