এবার নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে জাতীয় পতাকাবাহী গাড়ি ও পুলিশ প্রটোকল নিয়ে মনোনয়ন পত্র জমা দেওয়ায় জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
শুক্রবার (১ ডিসেম্বর) চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের দায়িত্বে নিযুক্ত নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ শেখ মো. মহিবুল্লাহ এ নোটিশ দেন। জারি করা নোটিশে সামশুল হক চৌধুরীকে অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয় পটিয়া আদালতে আগামী ৩ ডিসেম্বর রবিবার স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এর আগে, গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যান চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের হুইপ সামশুল হক চৌধুরী এমপি ।দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে সফল হয়ন।দলীয় মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ মোতাহেরুল ইসলাম চৌধুরী। তার বিপরীতে মনোনয়ন বঞ্চিত হয়ে এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ নিয়ে পটিয়ায় আলোচনা সমালোচনার ঝড় উঠে। তবে তিনি নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই পটিয়ায় আসতে পারেননি তৃনমুল আওয়ামী লীগের নেতাকর্মীদের রোষানলের স্বীকার হবেন বলে। নির্বাচনি আচরণ বিধি লঙ্গন বিষয়ে ব্যখ্যা প্রদান প্রসঙ্গে সামশুল হক চৌধুরী কে জানানো হয়,আপনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ আসনের একজন স্বতন্ত্র প্রার্থী। আপনার বিরুদ্ধে অত্র কমিটির নিকট নির্বাচন কমিশন হতে প্রাপ্ত তথ্য এবং ৩০ নভেম্বর ২০২৩ এর বেলা ১৭.৪৯ ঘটিকায় প্রকাশিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর অনলাইন সংস্করন এবং একই তারিখে বেলা ১৬.৪৯ ঘটিকায় প্রকাশিত জাতীয় দৈনিক প্রথম আলো এর অনলাইন সংস্করনের খবরের সুত্র মতে এই মর্মে অভিযোগ আনীত হয় যে, আপনি গত ৩০ নভেম্বর ২০২৩ ইং দুপুর ২ ঘটিকায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়-চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন। এসময় আপনাকে বহনকারী গাড়িতে জাতীয় পতাকা ছিল এবং সামনে ছিল চট্টগ্রাম নগর পুলিশের একটি গাড়ি যা জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি- ১৪ (১) ও ১৪ (২) এর সুস্পষ্ট লংঘন মর্মে আপাতঃ প্রতিয়মান হয়। এমতাবস্থায় আগামী ৩ ডিসেম্বর রবিবার ২০২৩ ইং তারিখের এর মধ্যে এই কমিটির নিকট উল্লেখিত বিষয়ে ব্যখ্যা দাখিলের জন্য সিনিয়র সহকারী জজ আদালত, চন্দনাইশ কোর্ট, পটিয়া চৌকী, পটিয়া, চট্টগ্রামে অবিস্থিত কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যখ্যা প্রদানের জন্য গনপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১১-ক (৫)(ক) অনুচ্ছেদের ক্ষমতাবলে আপনাকে নির্দেশ প্রদান করা হলো।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়,
২নং গেইট টেকনিক্যাল মোড়।
ইমেইল- news@chattalamorning.com
এটি চট্টলা মর্নিং এর ইপেপার সংস্করণ