রাস্তা ও ফুটপাত দখল করায় ৪ ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা
চট্টগ্রাম-২২ এপ্রিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা আজ সোমবার নগরীর মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানকালে বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং ও খুলশী থানার লালখান বাজার মোড় এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে দোকানের অংশ বর্ধিত করে মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৪ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়,
২নং গেইট টেকনিক্যাল মোড়।
ইমেইল- news@chattalamorning.com
এটি চট্টলা মর্নিং এর ইপেপার সংস্করণ