বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
দুদকের মামলার আসামি হয়েও ফের চট্টগ্রামে পদায়ন ব্যবসার নামে ফয়সালের লাখ লাখ টাকা উত্তোলন, বিপাকে পাওনাদাররা লোকসানের নাটক দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ! রয়েল ক্যাপিটালের সিনিয়র এক্সিকিউটিভ বেলায়েত হোসেন নয়ন চাকরিচ্যুত হোটেল জামানের মালিকপক্ষের বিরুদ্ধে জবরদখলের অভিযোগে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসা, হালিশহর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৫ সম্পন্ন বাংলাদেশ তরুণ কলাম লেখক জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার তরুণ লেখক সম্মেলন ও ম্যাগাজিন মোড়ক উন্মোচন সম্পন্ন রাজাখালীতে অস্ত্রের মহড়া, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ফোরকান-ইকবাল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের উপদেষ্টা হলেন মনিরুল ইসলাম ইউসুফ নাম পাল্টে কোটি টাকার প্রতারণা: রায়ন্স থেকে গ্লোবাল প্যাসিফিক, অয়ন ও তার বাবার চক্র মেয়াদোত্তীর্ণ ফায়ার এক্সটিংগুইশার আম্বিয়া সেরীন আবাসিক এপার্টমেন্ট ভবনে
নোটিশ
চট্টলা মর্নিং নিউজে আপনাকে স্বাগতম, আমাদের পরীক্ষামূলক সম্প্রচার চলছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

চট্টগ্রামের নতুন ব্রিজ চত্বরে পরিবহন নৈরাজ্য: যাত্রী তুলে নেওয়ার হিড়িক, যানজটে নাকাল নগরবাসী

সংবাদ দাতা
  • প্রকাশিত : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২১০ জন পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের নতুন ব্রিজ চত্বর এখন যেন নিয়ন্ত্রণহীন পরিবহন নৈরাজ্যের চিত্রপট। বাসের হেলপাররা সড়কের উপর দাঁড়িয়ে যাত্রীদের প্রলুব্ধ করে জোরপূর্বক বাসে উঠিয়ে নিচ্ছে। অপহরণের মতো আচরণে আতঙ্কিত যাত্রীদের অনেকে বাসে উঠতেও ভয় পাচ্ছেন।

সড়কের ওপর যাত্রী তোলার পাল্লায় বাসচালকরা মাঝে মধ্যেই বিশৃঙ্খলা তৈরি করছেন। এতে করে নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় নিয়মিত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে রোগীবাহী অ্যাম্বুলেন্স, স্কুল-কলেজের শিক্ষার্থী ও অফিসগামী মানুষজন পড়ছেন ভয়াবহ ভোগান্তিতে। দীর্ঘ সময় ধরে রাস্তায় আটকে থেকে নষ্ট হচ্ছে মূল্যবান সময়, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও।

গ্যারেজ নেই, রাস্তাই পার্কিং স্পট!

নতুন ব্রিজ এলাকায় দাঁড়িয়ে থাকা পরিবহনগুলোর বেশিরভাগেরই নিজস্ব কোনো গ্যারেজ নেই। তারা দিনের পর দিন রাস্তার ওপরই গাড়ি পার্কিং করে রাখে। এতে সংকুচিত হয়ে আসে চলাচলের রাস্তা, সৃষ্টি হয় দীর্ঘ যানজট। বেপরোয়া পার্কিং ও এলোমেলো বাস দাঁড়ানোর ফলে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজার হাজার যাত্রীকে।

রুট পারমিটহীন পরিবহন রাজত্ব

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্র বলছে, নতুন ব্রিজ এলাকায় চলাচলরত বাসগুলোর মধ্যে ঈগল পরিবহন, ঈগল ওয়ান, ঈগল স্পেশাল, ঈগল সুপার, মিনি বাস শ্যামলি, লোহাগড়া এক্সপ্রেস এবং হানিফ পরিবহনের বেশিরভাগ গাড়ির বৈধ রুট পারমিট নেই।

নিয়ম অনুযায়ী, যেসব বাসের রুট পারমিট নেই, সেগুলো নগরীর নির্দিষ্ট এলাকায় প্রবেশ করতে পারে না। অথচ এসব গাড়ি堂্堂্অধিকার চালিয়ে যাচ্ছে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে।

বিশেষ করে চট্টগ্রামের “জ” সিরিয়ালের (গ্রামীণ এলাকার রেজিস্ট্রেশন নম্বর) গাড়িগুলো কীভাবে শহরের ভেতর চলাচল করে—তা নিয়ে সাধারণ যাত্রীদের মাঝে প্রশ্নের ঝড় উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরব ভূমিকা নিয়ে সমালোচনা চলছে সর্বত্র।

নির্দিষ্ট টার্মিনাল নেই, সড়কেই টার্মিনাল!

এসকল মিনি বাস ও লাইন পরিবহনগুলোর নেই কোনো নির্দিষ্ট টার্মিনাল বা নির্ধারিত স্ট্যান্ড। ফলে বাসগুলো সড়কেই দাঁড়িয়ে যাত্রী তোলার নামে বিশৃঙ্খলা তৈরি করছে। রাস্তার একাংশ দখল করে রাখা এই বাসগুলোর জন্য পুরো এলাকাতেই তৈরি হচ্ছে অনির্ধারিত স্ট্যান্ডের মতো চিত্র।

বিশেষজ্ঞরা বলছেন, নির্দিষ্ট টার্মিনাল ছাড়া নগরের ভেতর এমন পরিবহন চলাচল আইনবিরোধী। দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে নগরবাসীর ভোগান্তি আরও বাড়বে।

নগরবাসীর দাবি

নগরবাসীরা বলছেন, নতুন ব্রিজ চত্বরের এই নৈরাজ্য রোধে জরুরি ভিত্তিতে অভিযান চালাতে হবে। রুট পারমিটহীন গাড়ি চলাচল বন্ধ করতে হবে এবং পরিবহন মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সড়কে গাড়ি পার্কিং বন্ধ করে নির্দিষ্ট টার্মিনাল ব্যবস্থার দাবি জানিয়েছেন তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
চট্টলা মর্নিং এর সকল স্বত্ব © ২০২৩-২০২৫ সংরক্ষিত
কারিগরি সহযোগিতায় ইনো. আইটি বাজার