চট্টলা মর্নিং:
মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের অভিযানে ১৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি সহ আটক ০২ জন।মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার সাদিরা খাতুন সার্বিক দিক নির্দেশনায় , অতিঃ উপ-পুলিশ কমিশনার শেখ সাব্বির হোসেন ও সহকারী পুলিশ কমিশনার মোঃ মোস্তফা কামালের তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক (নিঃ) এস.এম দিদারুল ইসলাম সিকদার এর নেতৃত্বে, টিম-২২ (দক্ষিণ) এর সদস্যরা
গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারেটক মোড়ে অভিযান পরিচালনা করে ১৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ’সহ বেলাল হোছাইন ও গিয়াস উদ্দিনকে আটক করেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়,
২নং গেইট টেকনিক্যাল মোড়।
ইমেইল- news@chattalamorning.com
এটি চট্টলা মর্নিং এর ইপেপার সংস্করণ