চট্টলা মর্নিং প্রতিবেদন:
কেক আর আতশবাজি নয় ধর্মীয় আয়োজনে ছেলের জন্মবার্ষিকী পালন করলো বাবা।গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা(উত্তর) শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ সৈয়্যদ মিয়ার ছোট ছেলে আহমদ ফারুক তাহেরীর ১০তম জন্মদিন উপলক্ষে উপলক্ষে পবিত্র খতমে কোরআন, মজমুয়ায়ে সালাওয়াতে রাসূল ও বার্ষিক আজিমুশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ঠা ডিসেম্বর সোমবার বাদে মাগরিব পৌরসভার পরিবার বর্গের ব্যবস্থাপনায় ৯ নং ওয়ার্ডস্থ হাজী নজীর আহমদ কন্টাক্টর বাড়ির নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়। মাওলানা ওমর ফারুক মামুন ও হাফেজ ইমাম উদ্দীন এর যৌথ সঞ্চানলায় আয়োজিত মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন আলহাজ একেএম জামাল হোসাইন আহমদী, মাওলানা জয়নুল আবেদীন জামাল আল কাদেরী, গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা (উত্তর) শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা ইয়াসিন হোসাইন হায়দারী, সাধারণ সম্পাদক আবু তাহের, ফকির তকিয়া শাখার সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী, মাওলানা এম এ মতিন, মাওলানা নোমান আল কাদেরী ,নাজিম উদ্দীন আল কাদেরী,আহমদুল ইসলাম কাদেরী,শায়ের এহসান কাদের, মাস্টার জানে আলম, সিরাজুল ইসলাম রেজভী, মাওলানা নুর মুহাম্মদ আল কাদেরী, মাওলানা আজগর হোসাইন আল কাদেরী, মাওলানা হাশেম সহ আরো অনেকে। বক্তারা বলেন সৈয়দ মিয়ার ছেলের ভিন্নধর্মী এই ধর্মীয় আয়োজনে জন্মদিন উদযাপন অন্য যেকারো জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়,
২নং গেইট টেকনিক্যাল মোড়।
ইমেইল- news@chattalamorning.com
এটি চট্টলা মর্নিং এর ইপেপার সংস্করণ