কর্ণফুলী প্রতিনিধি:
সিএমপির কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় গৃহিনীর বসত ঘরের সিধেঁল চুরির ঘটনায় আটক ০২ জন , ০৩ জোড়া স্বর্ণের কানের দুল ও নগদ ৪৭,০০০/-টাকা উদ্ধার।গত ১৫/১১/২০২৩ খ্রি. তারিখ সন্ধ্যা অনুমান ০৬.৩০ ঘটিকা থেকে রাত অনুমান ১০:০০ ঘটিকার মধ্যবর্তী সময় ঘটনাস্থল কর্ণফুলী থানাধীন শিকলবাহা ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের আব্দুর ছবুরের বাড়ীস্থ বাদির বসত ঘরের দরজার তালা ভেঙ্গে অজ্ঞাতনামা চোর/চোরেরা ঘরের ভিতরের প্রবেশ করে আলমিরার ভিতরে লাগেজে থাকা ০১টি স্বর্ণের হাতের বালা, ০৩ জোড়া স্বর্ণের কানের দুল ও ০১টি স্বর্ণের নাকফুল চুরি করে নিয়ে যায়।
ঘটনার বিষয়ে বাদির এজাহারের প্রেক্ষিতে সিএমপি কর্ণফুলী থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।মামলার প্রেক্ষিতে সিএমপি কর্ণফুলী থানার এসআই/মোবারক হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকা থেকে শহর আলী ও হাশেম আলী জনিকে আটক করতঃ তাদের হেফাজত থেকে চোরাইকৃত নগদ ৪৭,০০০/-টাকা এবং ০৩ জোড়া স্বর্ণের কানের দুল উদ্ধার করেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়,
২নং গেইট টেকনিক্যাল মোড়।
ইমেইল- news@chattalamorning.com
এটি চট্টলা মর্নিং এর ইপেপার সংস্করণ