কর্ণফুলী প্রতিনিধি:
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দুইটি চোরাই মোটরসাইকেলসহ মোঃ ইদ্রিস(২৪) নামের চোর চক্রের এক সদস্যকে আটক করেছে কর্ণফুলী থানার পুলিশ।শনিবার দুপুরে কর্ণফুলী থানার বড়উঠান ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শাহমীরপুর গ্রামের বাদামতল এলাকায় নুরুল উলুম তাজবীদুল কোরআন মাদ্রাসার পশ্চিম গেইট থেকে তাকে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, আঁটকের পর তার কাছ থেকে টিভিএস এ্যাপাচি ১৬০ সিসি মডেলের ১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয় যার যাহার রেজিঃ নং-চট্টমেট্রো-ল-১৭-৬৭৫৪।পরবর্তীতে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্য মতে বাদামতল এলাকার পশ্চিম পার্শ্বে রাস্তা হইতে আরো ১টি টিভিএস এ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়,
২নং গেইট টেকনিক্যাল মোড়।
ইমেইল- news@chattalamorning.com
এটি চট্টলা মর্নিং এর ইপেপার সংস্করণ