শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
চট্টলা পরিবহনের মানিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করায় বাদীকে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা  জমকালো আয়োজনের মধ্য দিয়ে সুরেশ্বর সংগীত একাডেমীর ১ম বর্ষপূর্তি উদযাপন ‘এবার টার্গেটে সাংবাদিকদের সন্তানেরা’ চট্টগ্রামের মানববন্ধনে কঠোর ব্যবস্থা নিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম লন্ডনে কানেক্ট বাংলাদেশ এর উদ্যোগে ৫৩তম বিজয় দিবস উদযাপন।   দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগরী জামায়াতের শুভেচ্ছা বাকলিয়ায় যুবদল নেতা জাফরের উপর হামলা, তীব্র নিন্দায় প্রতিবাদ মিছিল লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে  মহান বিজয় দিবস উদযাপিত সন্ত্রাসী-চাঁদাবাজদের কোন দল-মত-ধর্ম নেই: মেয়র ডা. শাহাদাত টাকার বিনিময়ে আসামিদের পক্ষে প্রতিবেদন দাখিলের অভিযোগ পুলিশ কর্মকর্তা মাঈন উদ্দিনের বিরুদ্ধে
নোটিশ
চট্টলা মর্নিং নিউজে আপনাকে স্বাগতম, আমাদের পরীক্ষামূলক সম্প্রচার চলছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

সুরজিৎ যার খুশি হতেই পারে, কিন্তু আমার সন্তানের বাবা: কনীনিকা

সংবাদ দাতা
  • প্রকাশিত : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১৩৮ জন পড়েছেন

টলিউডে এ মুহূর্তের গুঞ্জন -‘সংসার ভাঙছে কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের। সুরজিতের সঙ্গে আর থাকা হচ্ছে না এক ছাদের তলায়।

শুরুতে অভিনেত্রী অবশ্য এ নিয়ে মুখ খোলেননি। তার প্রযোজক স্বামী সুরজিৎ হারির তরফ থেকেও কোথাও কোনও বক্তব্য  আসেনি। যে কারণে গুঞ্জনের পালে হাওয়া লাগে।

এমন আবহে বিষয়টি জানতে কলকাতার গণমাধ্যম আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল কনীনিকার সঙ্গে।

অভিনেত্রী অরিন্দম শীলের ‘মিতিন মাসি’র শেষ পর্যায়ের শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন তখন।

সেই ব্যস্ততার ফাঁকে জানালেন, গোটা খবরটাই গুজব। এ নিয়ে খানিকটা রসিকতাও করলেন। বললেন, ‘অনেক অনুষ্ঠানে স্বামীকে ছাড়াই চলে যাচ্ছি। বোধহয় সেই জায়গা থেকেই গুজবের সূত্রপাত। ’

সংসার, স্বামী নিয়ে সোশ্যাল মিডিয়ায় তেমন একটা সরব নন কনীনিকা। তাই হয়ত অনেকের সন্দেহ, সংসার ভেঙেছে। – এমনটাই ধারণা অভিনেত্রীর।

তিনি বললেন, এখন কোনো ব্যক্তিকে নিয়ে ‘আমার’ ‘আমার’ করার বয়স অনেক দিন পেরিয়ে এসেছি। কম বয়সেও এমনটা ছিলাম না। বাকিদের মতো বরের সঙ্গে ছবি তুলে শেয়ার করি না। সব মিলিয়ে হয়ত সেখান থেকে গুঞ্জন তৈরি হয়েছে।

তা হলে অভিনেত্রীর সংসারের প্রকৃত ছবিটি কেমন?

কনীনিকা বলেন, ‘যেমন হওয়া উচিত। মেয়ে সামলাচ্ছি। গত আড়াই মাস ধরে মা খুবই অসুস্থ। মাকে নিয়ে চিকিৎসার কারণে বাইরেও গিয়েছি। সংসার সামলে যতটা অভিনয় করার করছি। সে দিক থেকে বলতে গেলে, আমার কাছে সংসার আগে। তার পর অভিনয়। সংসার বাদ দিয়ে অভিনয় করতে পারব না। ’

তিনি আরও জানান, মেয়ে কিয়াকে নিয়ে স্বামীর সঙ্গে যখন বেড়াতে যান, তখন ছবি দেন। তার পরেও গুঞ্জন ছড়ালে কী-ই বা করতে পারেন তিনি?

অর্থাৎ, তিনি অন্য মেয়েদের মতোই ঘরে-বরে থিতু। সঙ্গে সঙ্গে সপাট জবাব, ‘পরকীয়া আইনসিদ্ধ। ফলে, এই নিয়ে কিছু বলার নেই। সুরজিতেরও ব্যক্তি স্বাধীনতা রয়েছে। কেন সারাক্ষণ আমি ওকে নিয়ে সংবাদমাধ্যমে বলব? সব জায়গায় সব সময় আমরা একসঙ্গে যাব, এমনও কথা নেই। সুরজিৎ যার খুশি হোক। ও আমার মেয়ের বাবা। এটুকু বলতে পারি। এটুকুই আমার কাছে যথেষ্ট। ’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
চট্টলা মর্নিং এর সকল স্বত্ব © ২০২৩-২০২৪ সংরক্ষিত
কারিগরি সহযোগিতায় ইনো. আইটি বাজার