মঞ্চে অভিনেত্রীকে ধাক্কা মেরে ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন তেলুগু অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণ। তেলুগু অ্যাকশন ফিল্ম ‘গ্যাংস অব গোদাবরী’-এর প্রচারণার অনুষ্ঠানে অভিনেত্রী অঞ্জলিকে মঞ্চে ধাক্কা মারেন অভিনেতা। অভিনেতার এই আচরণে ক্ষোভ প্রকাশ করছেন তার ভক্তরাই। এমনকি তুমুল সমালোচনা করছেন ইন্ডাস্ট্রিরও অনেক তারকা।
কিংবদন্তি অভিনেতা এনটি রামা রাওয়ের পুত্র এবং জুনিয়র এনটিআরের কাকা নন্দমুরি। তেলুগু ইন্ডাস্ট্রির অনেক বড় সুপারস্টার তিনি। দিয়েছেন অসংখ্য হিট সিনেমা। সম্প্রতি কৃষ্ণ চৈতন্যের আসন্ন তেলুগু ছবি ‘গ্যাংস অব গোদাবরী’র প্রচারমূলক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে ছিলেন নন্দমুরি।
মঞ্চের কেন্দ্রে এসে তিনি প্রথমে সিনেমার অভিনেতা নেহা শেঠি এবং অঞ্জলিকে সরে দাঁড়াতে বলেন। এর প্রায় সঙ্গে সঙ্গেই তিনি অঞ্জলিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। যার ফলে অঞ্জলি রীতিমতো উল্টে পড়ে যাচ্ছিলেন।
Leave a Reply