কোয়াডরাংগুলার একাডেমি কাপের ৪র্থ ম্যাচে পোর্ট সিটি ক্রিকেট একাডেমির কাছে ৬ উইকেটে হারে ব্রাদার্স ক্রিকেট একাডেমি। গতকাল (৩০নভেম্বর) বাকলিয়া সিটি কর্পোরেশন মাঠে অনুষ্ঠিত কোয়াডরাংগুলার একাডেমি কাপে, ব্রাদার্স ক্রিকেট একাডেমির বিরুদ্ধে ৬ উইকেটে সহজ জয়লাভ করে পোর্ট সিটি ক্রিকেট একাডেমি। দিনের শুরুতে টসে জিতে ব্রাদার্স ক্রিকেট একাডেমিকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায় পোর্ট সিটি ক্রিকেট একাডেমি।পোর্ট সিটি ক্রিকেট একাডেমির বোলিং এটাকের সামনে দাড়াতেই পারেনি ব্রাদার্স ক্রিকেট একাডেমির বেটাররা। টসে হেরে ব্যাট করতে গিয়ে নির্ধারিত (৪০ওভারে) ১৪৮ রানে অলআউট হয় ব্রাদার্স ক্রিকেট একাডেমি।ব্রাদার্স ক্রিকেট একাডেমির হয়ে সর্বোচ্চ ৬২ রান (৯২বল) করেন আশফাক। এছাড়া ইকবাল ১৮ রান (১৮বল),মিজান ১২ রান (১৮বল) ও মুকলেস ১৭ রান (৩০বল) করেন। পোর্ট সিটির হয়ে শাহরিয়ার শান্ত ব্যক্তিগত ৭ ওভারে ১৮ রানে ৩টি উইকেট নেন।জুবায়ের ৮ ওভারে ১৮ রানে ২টি ও ইমরান ৬.২ ওভারে ২০ রানে ২টি উইকেট নেয়,এবং সাজ্জাদ ও মিরাজ ১টি করে উইকেট নেই। ব্রাদার্স ক্রিকেট একাডেমির দেয়া ১৪৯ রানের টার্গেট নিয়ে জবাবে ব্যাটিং করতে নেমে পোর্ট সিটির হয়ে সর্বোচ্চ ৩০ রান (৫২বল) করেন পোর্ট সিটি ক্রিকেট একাডেমির ক্যাপ্টেন জুবায়ের। শাহরিয়ার শান্ত ২৭ রান (২৬বল) ও সাজ্জাদ ২৬ রান (১৫বল) করেন। দলিয় (৩১ওভারে) চার উইকেট এর বিনিময়ে সহজ জয় তুলে নেয় পোর্ট সিটি ক্রিকেট একাডেমি। ব্রাদার্স ক্রিকেট একাডেমির হয়ে কামরুল ২টি, মিজান ও মোকলেস ১টি করে উইকেট নেয়।
২৭ রান ও ৩ উইকেট নিয়ে ম্যাচ শেরা হয় পোর্ট সিটি ক্রিকেট একাডেমির অলরাউন্ডার শাহরিয়ার শান্ত
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়,
২নং গেইট টেকনিক্যাল মোড়।
ইমেইল- news@chattalamorning.com
এটি চট্টলা মর্নিং এর ইপেপার সংস্করণ