প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৪:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২৪, ৯:২২ এ.এম
আল নাসরেই থাকছেন সিআর সেভেন

সৌদি প্রো লিগে আল নাসর এই মৌসমে কোনো শিরোপা ঘরে তুলতে পারেনি। গতরাতে কিংস কাপের ফাইনালে প্রতিদ্বন্দ্বী আল হিলালের শেষ শিরোপা জয়ের স্বপ্নও ভেঙ্গে গেছে তাদের। আর তাতেই গুঞ্জন উঠে ক্লাব ছাড়তে পারেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী ক্রিস্তিয়ানো রোনালদো।
তবে গুঞ্জন উড়িয়ে দিয়ে রোনালদো এই মৌসুমে আল নাসরে থাকটির থাকছেন বলে নিশ্চিত করেছেন ক্লাবটির প্রধান নির্বাহী গুইডো ফিয়েঙ্গা।
এক বিবৃতিতে তিনি বলেন,“কোনো সন্দেহ নেই, রোনালদো আগামী মৌসুমেও ক্লাবে থাকবেন। দলপরিবর্তনের পরিকল্পনা পর্তুগিজ তারকার নেই।”আল নাসরে চলতি মৌসুমে দারুণ ফর্মে ছিলেন পর্তুগিজ সুপারস্টার। লিগ ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোল (৩৫) করার অনন্য রেকর্ড গড়েন তিনি।
সব মিলিয়ে চলতি মৌসমে ৫১ ম্যাচে করেন ৫০ গোল। আল নাসরের জার্সিতে ব্যক্তিগত সাফল্য পেলেও দলকে কোনো শিরোপা এনে দিতে পারেননি এই তারকা।
আরব আমিরাতের ক্লাব আল আইনের কাছে হেরে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ, আল হিলালের কাছে লিগ শিরোপা হারিয়েছেন, কিংস কাপের ফাইনালে হেরে শিরোপাবিহীন মৌসুম শেষ করেছে সিআর সেভেনের দল।
২০২৩ সালের জানুয়ারিতে ম্যানইউ থেকে আল নাসরে যোগ দেন তিনি।
এই ক্লাবের হয়ে ৭০ ম্যাচে ৬৪ গোল করেন তিনি। এর আগে জুভেন্টাস,রিয়াল মাদ্রিদ ও স্পোর্টিং সিপির হয়ে খেলেছেন জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোল করা এই তারকা।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়,
২নং গেইট টেকনিক্যাল মোড়।
ইমেইল- news@chattalamorning.com
এটি চট্টলা মর্নিং এর ইপেপার সংস্করণ