সিএমপির বাকলিয়া থানার অভিযানে জুয়া খেলার ০১(এক) বান্ডেল তাস ও নগদ ৭০০ (সাতশত) টাকা সহ ০৪ জন জুয়াড়ী আটক করা হয়।
সিএমপির বাকলিয়া থানার অফিসার ইনচার্জ মো.আফাতাব হোসেনের সার্বিক দিক-নির্দেশনায় এসআই মোঃ আমির হোসেন সঙ্গীয় ফোর্সসহ সিরা-২২ (নৈশ) ডিউটি করাকালে গতকাল রাতে ০১/০৬/২০২৪ তারিখ ০১.০৫ ঘটিকার সময় বাকলিয়া থানাধীন কালামিয়া বাজারস্থ আয়েশা ভবন ৩য় তলা পূর্ব পাশের কক্ষ হইতে অভিযান পরিচালনা করে জুয়া খেলারত অবস্থায় মোঃ নাছির উদ্দিন (২০), মোঃ আমির হোসেন (২৯), মোঃ রাসেল (২৪), মোঃ সোহাগ (২৪) দের গ্রেফতার করেন।
ওই সময় তাদের হেফাজত থেকে এক বান্ডেল তাস ও নগদ ৭০০ (সাতশত) টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাকলিয়া থানায় নন-এফআইআর প্রসিকিউশন নং- ১৫৩/২০২৪, তারিখ- ০১/০৬/২০২৪ খ্রিঃ, ধারা-সিএমপি অধ্যাদেশ ৯৪ দাখিল করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply